Ghazipur: যাত্রী ভর্তি বাসে হাই টেনশন তার পড়ে দাউ-দাউ করে আগুন, বহু মৃত্যুর আশঙ্কা

উত্তরপ্রদেশে মর্মান্তিক ঘটনা। যাত্রীবোঝাই বাসে হাই টেনশন তার পড়ে অনেকের মৃত্যুর আশঙ্কা। জানা যাচ্ছে, সোমবার উত্তরপ্রদেশের গাজিপুরে বড় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। যাত্রী ভর্তি বাসে হাই…

Ghaziabad accident

short-samachar

উত্তরপ্রদেশে মর্মান্তিক ঘটনা। যাত্রীবোঝাই বাসে হাই টেনশন তার পড়ে অনেকের মৃত্যুর আশঙ্কা। জানা যাচ্ছে, সোমবার উত্তরপ্রদেশের গাজিপুরে বড় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। যাত্রী ভর্তি বাসে হাই টেনশনের তার পড়ে গেলে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। বাসে থাকা অনেকের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

   

গোটা ঘটনাটি ঘটেছে মারদহ থানা এলাকার মহাহর ধামের কাছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই বিষয়টিকে নজরে রাখছেন এবং আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাসটিতে একটি বিয়েবাড়িযাত্রী ছিল। তবে এই বাস কোথা থেকে আসছিল আর কোথায় যাচ্ছিল তা এখনও জানা যায়নি। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একটি শিশুকে বাঁচানো সম্ভব হয়েছে। বাসে অনেকজন ছিল বলেই জানা যাচ্ছে।