Cyclone Asani: ৮০ কিমি বেগে বইবে হাওয়া, সাইক্লোন নিয়ে চরম সতর্কতা জারি

ক্রমশ অন্ধ্রের দিকে এগিয়ে চলেছে ঘূর্ণিঝড় ‘অশনি’। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, উত্তর, উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় অশনি। সন্ধের দিকে অন্ধ্রের উপকূলে পৌঁছাবে অশনি।…

Cyclone Asani: ৮০ কিমি বেগে বইবে হাওয়া, সাইক্লোন নিয়ে চরম সতর্কতা জারি

ক্রমশ অন্ধ্রের দিকে এগিয়ে চলেছে ঘূর্ণিঝড় ‘অশনি’। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, উত্তর, উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় অশনি। সন্ধের দিকে অন্ধ্রের উপকূলে পৌঁছাবে অশনি।

হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম থেকে ৪০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়। তবে এখনও পর্যন্ত ল্যান্ড ফলের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শক্তি খুইয়ে অভিমুখ বদল করেছে এই ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে আগামী ২৪ ঘণ্টায় পরিণত হবে নিম্নচাপ।

কৃষ্ণা জেলার ডিসি রঞ্জিত ভাষা জানিয়েছেন, বিশাখাপত্তনম ও কাকিনাড়ায় আছড়ে পড়তে চলেছে সাইক্লোন। ভারী বৃষ্টির সম্ভাবনা। বাতাসের গতিবেগ ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত যেতে পারে। নিচু এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে। সবাইকে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কালেক্টরেট, আরটিও অফিস ও মণ্ডল অফিসে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

Advertisements

এদিকে এই ঘূর্ণিঝড়ের জেরে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, নদিয়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গজুড়ে বৃহস্পতিবার অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।