মদ কেলেঙ্কারির টাকা কার কাছে? বৃহস্পতিবার বড়সড় তথ্য ফাঁস করবেন Arvind Kejriwal?

লোকসভা নির্বাচনের দিন যত কাছে আসছে ততই রাজধানীর রাজনীতি একের পর এক নাটকের সাক্ষী থাকছে। নির্বাচনের কয়েক সপ্তাহ আগেই গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল…

Arvind Kejriwal Delhi CM

লোকসভা নির্বাচনের দিন যত কাছে আসছে ততই রাজধানীর রাজনীতি একের পর এক নাটকের সাক্ষী থাকছে। নির্বাচনের কয়েক সপ্তাহ আগেই গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন তিনি। তারপর থেকেই উত্তপ্ত দিল্লি। উত্তপ্ত জাতীয় রাজনীতির আঙিনা। আর এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করলেন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল (Sunita Kejriwal) এক সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, বৃহস্পতিবারই দিল্লি হাইকোর্টে ফাঁস হবে দিল্লির আবগারি কেলেঙ্কারির সব তথ্য!

কী দাবি সুনীতা কেজরিওয়ালের?
২৭ মার্চ, বুধবার সুনীতা কেজরিওয়াল (Sunita Kejriwal) সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন যে, বৃহস্পতিবারই দিল্লি আবগারি দুর্নীতি মামলার সমস্ত তথ্য ফাঁস করবেন মুখ্যমন্ত্রী। সুনীতার দাবি, ‘গত ২১ মার্চ তাঁদের বাড়িতে অভিযান চালিয়ে ইডি মাত্র ৭৩,০০০ টাকা পেয়েছিল। এই মদ কেলেঙ্কারির অভিযোগে, ২৫০ টিরও বেশি জায়গায় অর্থের সন্ধানে অভিযান চালায় ইডি, কিন্তু, এখনও পর্যন্ত তারা কিছুই খুঁজে পায়নি। কিন্তু এই কেলেঙ্কারির অর্থ কোথায় কোথায় গিয়েছে, তা খুব শীঘ্রই ফাঁস হবে। তুলে ধরা হবে প্রমাণও। সমগ্র দেশ সেই ঘটনার সাক্ষী থাকবে।’ তিনি আরও বলেন, ‘অরবিন্দ কেজরিওয়াল হয়তো শারীরিকভাবে জেলে রয়েছেন, কিন্তু, তাঁর আত্মা রয়েছে দিল্লিবাসীর সঙ্গেই।’

আরও পড়ুন: Arvind Kejriwal :কেজরিওয়ালকে একশো কোটি দেওয়ার দাবি করলেন খলিস্তানি নেতা

প্রসঙ্গত, গত ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) গ্রেফতার করেছিল ইডি (ED). আপাতত তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতেই রয়েছেন। এর আগে কেসিআর কন্যা কে কবিতাকেও (K Kavitha) এই মামলায় গ্রেফতার করা হয়। তাঁকে গ্রেফতারের পরই, গত ১৮ মার্চ ইডি অভিযোগ করে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এই মামলার অন্যতম পরিকল্পনাকারী। কে কবিতা এবং অন্যান্যদের সঙ্গে কেজরিওয়াল, মনীশ সিসোদিয়া-সহ আপের শীর্ষ নেতারা দিল্লির আবগারি নীতি নিয়ে ষড়যন্ত্র করেছিলেন।

Advertisements

আরও পড়ুন: Arvind Kejriwal : জেল থেকে বার্তা কেজরিওয়ালের, বিজেপি কর্মীদের ঘৃণা না করার আবেদন

এদিকে, ইডির হাতে গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কেজরিওয়াল। কিন্তু সেই মামলায় আপাতত স্বস্তি পেলেন না কেজরিওয়াল। জানা গিয়েছে, এই গ্রেফতারির বিষয়ে ED-কে জবাব দেওয়ার জন্য আদালত আগামী ২ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে। তাই এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৩ এপ্রিল।