Amarnath Yatra: মেঘভাঙা বৃষ্টিতে অমরনাথ যাত্রা ভয়াবহ, নিখোঁজ বহু

মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গেল অমরনাথ যাত্রার (Amarnath Yatra) পূর্ণার্থীদের শিবির। মৃত অন্তত ৯ জন। নিখোঁজ বহু। করে বাড়ছে মৃতের সংখ্যা। সূত্রের খবর, বিকেল সাড়ে ৫…

Amarnath Yatra: মেঘভাঙা বৃষ্টিতে অমরনাথ যাত্রা ভয়াবহ, নিখোঁজ বহু

মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গেল অমরনাথ যাত্রার (Amarnath Yatra) পূর্ণার্থীদের শিবির। মৃত অন্তত ৯ জন। নিখোঁজ বহু। করে বাড়ছে মৃতের সংখ্যা।

সূত্রের খবর, বিকেল সাড়ে ৫ টা নাগাদ বৃষ্টি নামে অমরনাথ গুহা এবং কালীমাতার মাঝামাঝি এলাকায়৷ ভেসে যায় ২৫ টি পূর্ণার্থীদের শিবির। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

উদ্ধারে নেমেছে জম্মু-কাশ্মীর এবং কেন্দ্রিয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। হেলিকপ্টার নিয়ে উপস্থিত ইন্দো টিবেটান সীমান্ত পুলিশ বাহিনী।

কোভিডের কারণে গত দু বছর ধরে বন্ধ ছিল অমরনাথ যাত্রা। তারপর ৩০ জুন থেকে শুরু হয় পবিত্র যাত্রা। চলতি সপ্তাহেই খারাপ আবহাওয়ার জন্য বন্ধ ছিল।

আইটিবিপির পিআরও বিবেক কুমার পান্ডে জানিয়েছেন, একাধিক তাঁবু জলের তোড়ে ভেসে গেছে। কিছু মানুষকে উদ্ধার করা গেছে। বৃষ্টি পড়লেও পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আবহাওয়া ঠিক হলে তবেই  যাত্রা শুরু হবে। ইতিমধ্যেই ঘটনাস্থলে জল, খাবার ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে।

Advertisements

এনডিআরএফ ডিজি অতুল কারওয়াল জানিয়েছেন, এখনও অবধি ১০ জনের মৃত্যু হয়েছে। বাকি ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা গেছে।

শুধু এনডিআরএফ নয়, ভারতীয় সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ এবং আইটিবিপি উদ্ধারকাজে হাত লাগিয়েছে। সমস্ত পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত।