ভারতের আকাশসীমা লঙ্ঘন করল চিন

ফের লাদাখে চিন সেনাবাহিনীর চোখ রাঙানি। জানা গিয়েছে, জুন মাসের শেষ সপ্তাহে ভোর চারটে নাগাদ এলএসি-তে ভারতীয় সেনার অবস্থানের কাছে চলে আসে চিনের একটি বিমান।…

india-china

ফের লাদাখে চিন সেনাবাহিনীর চোখ রাঙানি। জানা গিয়েছে, জুন মাসের শেষ সপ্তাহে ভোর চারটে নাগাদ এলএসি-তে ভারতীয় সেনার অবস্থানের কাছে চলে আসে চিনের একটি বিমান। যদিও ভারতীয় বিমান বাহিনী তাত্ক্ষণিকভাবে নড়েচড়ে বসে। সেইসঙ্গে তাঁদের মোকাবেলা করে।

এক রিপোর্ট বলছে, পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ক্ষেত্রে এমনটাই ঘটেছে। এলএসি-তে ভারতীয় সেনার অবস্থানের কাছে চিনা বিমান আসতেই সতর্ক হয়ে এই দুঃশাসনের মোকাবিলার জন্য প্রস্তুত হয়ে যায় ভারতীয় বায়ুসেনা।

 

সূত্রের খবর অনুযায়ী, চিনা সেনার কাছে প্রচুর সংখ্যক যুদ্ধবিমান ও মানববিহীন বিমান রয়েছে, যা ভারতীয় ওয়ার্লরের কাছে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে হোতান এবং গের গুনসার প্রধান এয়ারফিল্ডগুলি অন্তর্ভুক্ত রয়েছে।

গত কয়েক মাস ধরেই পূর্ব লাদাখ সংলগ্ন এলাকায় মহড়া চালাচ্ছে চিনা সেনা। এই প্রথম আকাশসীমা লঙ্ঘন করল চিন। এর পর ভারত চিনা কর্তৃপক্ষের সামনে তীব্র আপত্তি জানায় এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা বন্ধ করতে বলে।