Chattisgarh: রোজ শিং দিয়ে দরজা খোলে শাড়ির দোকানের গরু ‘মালিক’

ছত্রিশগড়ের (Chattisgarh) রাজধানীর রায়পুরে এক অসাধারণ দৃশ্য দেখা যায়। গত সাত বছর ধরে একটি গরু শাড়ির শোরুমে প্রত্যেকদিন আসে।

Cow 'Chandramani' Becomes Daily Visitor

ছত্রিশগড়ের (Chattisgarh) রাজধানীর রায়পুরে এক অসাধারণ দৃশ্য দেখা যায়। গত সাত বছর ধরে একটি গরু শাড়ির শোরুমে প্রত্যেকদিন আসে। গরুটি নিজেই শিং দিয়ে ঠেলে দরজা খোলে এবং ভেতরের গদিতে এসে বসে পড়ে। কিছুক্ষণ বসার পরে উঠে বাইরে চলে যায়। এমনটা ঘটে রায়পুরের সব চেয়ে বড় কাপড়ের পট্টিতে মহালক্ষী ক্লথ মার্কেটের একটি শোরুমে।

দোকান মালিক আসলে পদম ডাকলেয়ার। তবে গরুটির হাবভাব এমন যেন সেই মালিক। গদিতে বসে আরাম করে আপেল খায়। গরুটির নাম চন্দ্রমনি। তার সাথে আসে বাছুর। তার নাম চন্দ্রভান। তবে সে দোকানের বাইরেই দাঁড়িয়ে মায়ের জন্য অপেক্ষা করে।

পদম ডাকলেয়ার জানিয়েছেন, সাত বছর আগে ধনতেরাসের দিন দোকানে পুজো করছিলেন। সেই সময় দোকানের ভিতর ঢুকেছিল এই গরুটি। তিনি যেমন গরুটিকে ভক্তি করেন, তেমনি গোমতাও তাকে অনেক ভালোবাসেন। এই গরুটি আপেল এত ভালো খায় যে অনেকে তাকে আপেল গরু বলেও চেনেন।

হিন্দু ধর্মে গরুকে মায়ের সমান ভক্তি করা হয়। তাই দোকানদার জানিয়েছেন গরু শুধু দুধ দেওয়ার জন্য নয়। বরং গোমূত্র, গোবর এবং তার পবিত্রতার জন্য পরিচিত। আমাদের জন্য সে মা লক্ষ্মীর স্বরূপ। সে তাকেই দোকানের মালিক মনে করেন। ওই ব্যক্তির একটি গোশালা আছে।