বিহারের ‘জঙ্গল রাজ’ নিয়ে বাম-নেতার ‘বিস্ফোরক’ দাবী

পাটনা: লালু-রাবড়ির ‘জঙ্গল রাজ’ খতম করার দাবীতে আস্ফালন করে আসছেন নীতশ কুমার (Nitish Kumar) সহ বিজেপি। কিন্তু আদপে NDA-শাসনকালে বিহারের পরিস্থিতি নিয়ে ‘বিস্ফোরক’ দাবী করলেন বিহার সিপিআই (ML)-এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattacharya)।

Advertisements

তাঁর অভিযোগ, নীতিশের রাজত্বে মাথাচাড়া দিয়েছে “অপরাধ, দুর্নীতি এবং সাম্প্রদায়িকতা”। বামপন্থী নেতা বলেন, “বিজেপির সাথে হাত মেলানোর পর নীতিশজি দাবী করে আসছেন যে তিনি কখনও তিনটি সি (C)-এর সঙ্গে আপস করবেন না- অপরাধ, দুর্নীতি এবং সাম্প্রদায়িকতা (Crime, Corruption, Communalism)। কিন্তু আপস না করা তো দূরস্থ, বরং তাঁর শাসনব্যবস্থা তিনটি সি-এর মিশ্রণ।”

তিনি আরও বলেন, বিহার “অপরাধী দল, রাজনীতিবিদ এবং পুলিশের মধ্যে যোগসাজশ দ্বারা পরিচালিত হচ্ছে, যা যথেষ্ট ভয়ের।” তবে শুধু শাসক শিবির নয়, আরজেডির বিরুদ্ধেও এদিন অভিযোগ তোলেন সিপিআই (ML)-এর সাধারণ সম্পাদক। তাঁর দাবী, “আরজেডিও আর আগের মত নেই”।

Advertisements

জঙ্গল-রাজ নিয়ে দাবী অমিত শাহের

প্রসঙ্গত, শুক্রবারেই বিহারের সারান জেলার আম্নোউর বিধানসভা কেন্দ্রের তারিয়ারে একটি জনসভায় নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা করেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “বিহারকে জঙ্গলের রাজত্ব থেকে মুক্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদী গত ১১ বছর ধরে বিহারের উন্নয়নের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন। দরিদ্রদের কাছে এই ১১ বছর আশীর্বাদের চেয়ে কম নয়”।