ফের একবার অস্বস্তি বাড়ল বিজেপি (BJP)-র। নির্বাচনী টিকিট না পেয়ে কার্যত বিদ্রোহের ডাক দিলেন মন্ত্রী। বিধানসভা ভোটের মুখে হরিয়ানার ক্যাবিনেট মন্ত্রী চৌধুরী রঞ্জিত সিং চৌটালা (Ranjit Singh Chautala) ক্যাবিনেট মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন।
রানিয়া বিধানসভা কেন্দ্রে টিকিট না দেওয়ায় বিজেপির উপর ক্ষুব্ধ ছিলেন রঞ্জিত সিং চৌটালা। এরপর বিজেপি হাইকমান্ড আসন্ন হরিয়ানা নির্বাচনের জন্য ৬৭ জন প্রার্থীর প্রথম তালিকা থেকে ৯ জন বর্তমান বিধায়ককেও আবার বাদ দিয়েছে। সব মিলিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বড় সিদ্ধান্ত নিলেন রঞ্জিত সিং চৌটালা। তিনি আসন্ন ভোটে আবার নির্দল প্রার্থী হিসেবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন।
বিজেপি রানিয়া আসন থেকে শিশুপাল কম্বোজকে প্রার্থী করেছে। এক বিবৃতিতে রঞ্জিত সিং চৌটালা বলেন, ‘আমি যে কোনও মূল্যে রানিয়া বিধানসভা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। বিজেপি আমাকে ডাবওয়ালি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দিয়েছিল কিন্তু আমি তা প্রত্যাখ্যান করি। রোড শো করে নিজের শক্তি দেখাব। আমি অন্য কোনও দল থেকে বা স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, তবে আমি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করব।’
এর আগে দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন রটিয়ার বিজেপি বিধায়ক লক্ষ্মণ নাপা। ৫ অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচনেও তাঁকে টিকিট দেওয়া হয়নি। বিজেপি ৬৭ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশের পরপরই রাজ্য দলের প্রধান মোহন লাল বাদোলিকে লেখা চিঠিতে নাপা জানান, তিনি দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছেন।
রতিয়ার কাছ থেকে সিরসার প্রাক্তন সাংসদ সুনীতা দুগ্গলকে প্রার্থী করেছে দল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়া হরিয়ানা কংগ্রেসের প্রাক্তন প্রধান অশোক তানওয়ারকে টিকিট দেওয়ার পরে দুগ্গলকে সিরসা সংসদীয় কেন্দ্র থেকে পুনরায় মনোনয়ন প্রত্যাখ্যান করা হয়েছিল।
তানওয়ার অবশ্য কংগ্রেসের প্রবীণ কুমারী শৈলজার কাছে হেরে যান। বুধবার প্রকাশিত প্রথম তালিকায় বিজেপি হরিয়ানার মুখ্যমন্ত্রী তথা কার্নালের বর্তমান বিধায়ক নায়াব সিং সাইনিকে লাডওয়া আসন থেকে প্রার্থী করেছে এবং সম্প্রতি দলে আসা বেশ কয়েকজনকে ভোটের টিকিট দিয়ে পুরস্কৃত করেছে।
#WATCH | Haryana: BJP leader Ranjit Singh Chautala says, “I will contest as an independent candidate from the Rania Assembly constituency. It is the decision of the people of my constituency. I have resigned from the minister’s post.”
BJP has fielded Shishpal Kamboj from Rania… pic.twitter.com/XXaB3BxQ6L
— ANI (@ANI) September 5, 2024