আধ ঘণ্টার ঝড়ে তছনছ হয়ে গেল দিল্লীর একাংশ। জানা গিয়েছে, রাজধানী দিল্লী (Delhi)-তে সোমবার প্রবল ঝড়-বৃষ্টি গরম থেকে স্বস্তি দিলেও আধ ঘণ্টার প্রবল ঝড় বদলে দিল দিল্লীর ছবিটা। ঝড়টি এমন ছিল যে আবাসিক এলাকাগুলির পাশাপাশি প্রকৃতিরও ব্যাপক ক্ষতি হয়েছে।
বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া এই ঝড় গত চার বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ১০০ কিলোমিটার বেগে ঝড়ের মুখে পড়েছে দিল্লী। এই ঝড়ে অনেকের সম্পত্তির ক্ষতি হয়েছে, কোথাও আবার শহরের সৌন্দর্য বৃদ্ধিকারী সবুজ গাছ উপড়ে ফেলেছে। ঝড়ের মাত্র আধ ঘণ্টার মধ্যে রাজধানীর ২২৫টি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। নয়াদিল্লী মিউনিসিপ্যাল কাউন্সিলের অধীনস্থ এলাকায় গাছ ও ডালপালা পড়ে যাওয়ার ১৫০টি অভিযোগ থাকলেও দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনস্থ এলাকায় ৭২টি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অনেক গাছ উপড়ে গেছে এবং তাদের অনেক বড় বড় শাখা রাস্তায় নেমে এসেছে।
এছাড়া ঝড়ের পর এমন কিছু ছবিও সামনে আসে, যা প্রকৃতির ওপর মানুষের দখলদারিত্বের কথা ভাবতে বাধ্য করে।