Ram Mandir: রাম মন্দির উদ্বোধনের দিন দেশে ‘হাফ ডে’ ছুটি ঘোষণা

আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন। একাধিক বিজেপি শাসিত রাজ্যে বিদ্যালয় ছুটি। বন্ধ থাকবে পঠন পাঠন। এবার…

Ram Mandir

আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন। একাধিক বিজেপি শাসিত রাজ্যে বিদ্যালয় ছুটি। বন্ধ থাকবে পঠন পাঠন। এবার দেশে হাফ ডে ছুটি ঘোষণা করল কেন্দ্র সরকার।

আগামী ২২ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিসে অর্ধদিবস ছুটি থাকবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উৎসব। অযোধ্যায় এখন সাজোসাজো রব, প্রস্তুতি চলছে পুরোদমে। প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা দেশ রামভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ছে। এই বিশেষ উৎসব সমারোহ উপলক্ষ্যে ২২ জানুয়ারি একাধিক রাজ্যে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুল ছাড়াও অনেক রাজ্য মদের দোকান খোলার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রাম মন্দির ট্রাস্ট সূত্রে খবর, মূল অনুষ্ঠান হবে ২২ জানুয়ারি। তিথি মেনে দুপুর সাড়ে ১২টায় বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার পুজো শুরু হবে। সেই পুজো চলবে দুপুর আড়াইটে পর্যন্ত। এই অনুষ্ঠান উদযাপন করতে সেদিন সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানে হাফ ডে ছুটি থাকবে বলে সরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।