বাড়ির দরজায় চলল গুলি, খুন (murder) কাউন্সিলরের ছেলে (councilors son)। অপরাধ দুর্গে পরিণত নিতিশ রাজ্য। বিহারে দুর্বৃত্তরা কোনো ভয় ছাড়াই অপরাধ করে যাচ্ছে। বক্সারে ধনতেরাসের পরদিন বুধবার এক যুবককে গুলি করে খুন করা হয়। বুধবার ৩০ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম মণ্ডল তিওয়ারি ওরফে অখিলেশ তিওয়ারি (২৫ বছর)। নবনগর থানা এলাকার কেসাথ পঞ্চায়েতের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। যুবকের মা বিদ্যাবতী দেবী ১৩ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি। ঘটনার নেপথ্যে জমি সংক্রান্ত বিরোধ প্রকাশ্যে এসেছে।
সূত্রের খবর, মণ্ডল তিওয়ারিকে গ্রামেরই এক ব্যক্তি গুলি করেছে। ওই যুবক মিল থেকে নিজ বাড়িতে আসার সময় এ ঘটনা ঘটে। বাড়ির দরজায় পৌঁছতেই তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলির আওয়াজ এলে প্রথমে স্থানীরা ভেবেছিল আতশবাজির শব্দ। বাড়ির কাছে লোকজন জড়ো হলে এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়।
লোকেরা তড়িঘড়ি গুলিবিদ্ধ মন্ডল তিওয়ারিকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় যেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরিবারের লোকজন তাকে আরায় নিয়ে যায়। এরপর মন্ডল তিওয়ারির মৃত্যু হয়। ঘটনার পর পরিবারের শোকের ছায়া নেমে আসে। ঘটনায় অভিযুক্ত সুনীল তিওয়ারির বাড়িও মণ্ডল তিওয়ারির বাড়ির কাছেই।
পুলিশ সূত্রে খবর, বিষয়টি জমি সংক্রান্ত বিরোধ। এতে সুনীল তিওয়ারি নামে এক যুবকের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ রয়েছে। এ দুই পরিবারের মধ্যে পুরনো জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর আগেও এই দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আদালতে জমি সংক্রান্ত বিরোধের মামলাও চলছে। সুনীল তিওয়ারির খোঁজে তল্লাশি চালাছে পুলিশ।