UP Election 2022: টিকিট না মেলায় কংগ্রেস ছাড়লেন গুলাবি গ্যাংয়ের প্রতিষ্ঠাতা

এবার উত্তরপ্রদেশে জোর ধাক্কা খেল কংগ্রেস (Congress) শিবির। আসন্ন নির্বাচনের জন্য টিকিট না মেলায় কংগ্রেস ছাড়লেন গুলাবি গ্যাং-এর (Gulabi Gang)প্রতিষ্ঠাতা সম্পত পাল। গুলাবি গ্যাংয়ের কমান্ডার…

UP Election 2022: টিকিট না মেলায় কংগ্রেস ছাড়লেন গুলাবি গ্যাংয়ের প্রতিষ্ঠাতা

এবার উত্তরপ্রদেশে জোর ধাক্কা খেল কংগ্রেস (Congress) শিবির। আসন্ন নির্বাচনের জন্য টিকিট না মেলায় কংগ্রেস ছাড়লেন গুলাবি গ্যাং-এর (Gulabi Gang)প্রতিষ্ঠাতা সম্পত পাল। গুলাবি গ্যাংয়ের কমান্ডার বলেন যে তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন কারণ দলটি তাকে উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের (UP Election 2022) টিকিট দেয়নি।

প্রদেশ কংগ্রেস নেতা এবং পর্যবেক্ষকদের অঙ্গুলিহেলনের জন্য তাঁকে টিকিট দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন কমান্ডার। সেইসঙ্গে হুমকি দিয়েছেন, তিনি নয়াদিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতাদের এহেন ‘অভ্যন্তরীণ রাজনীতি’ সম্পর্কে অবহিত করবেন।

প্রসঙ্গত, সম্পত ২০১২ এবং ২০১৭ সালের ভোটে কংগ্রেসের টিকিটে মৌ-মানিকপুর আসন থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

Advertisements

যদিও তিনি ২০১২ সালের নির্বাচনে মাত্র ২২০৩ ভোট পেয়েছিলেন। এরপর ২০১৭ সালে ৪০৫২৪ ভোট পেয়েছিলেন। এবারেও তিনি আশা করেছিলেন যে দল তাঁকে নির্বাচনের টিকিট দেবে। কিন্তু আসন্ন ভোটের প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখেন, সেখানে তার নাম নেই। তাঁর বদলে প্রার্থী করা হয়েছে রঞ্জনা ভারতীলাল পাণ্ডেকে।

প্রসঙ্গত, সমাজের বিভিন্ন স্তরে মহিলাদের বিরুদ্ধে অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াই এবং গাহর্স্থ্য হিংসার হাত থেকে মহিলাদের উদ্ধারের লক্ষ্যেই এই গুলাবি গ্যাং-এর। যোগী রাজ্যেই এই দল বেশি সক্রিয়। এমনকি এই দলের ওপর একটি সিনেমাও তৈরি হয়েছিল, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের ধকধক গার্ল মাধুরী দীক্ষিত।