একই ম্যাচে জ্বলে উঠলেন Gujarat Titans-এর দুই ক্রিকেটার

Sai Kishore and Washington Sundar

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ শুরু হওয়ার আগে খুশি হবেন গুজরাট টাইটান্সের (Gujarat Titans) ভক্তরা। একই ম্যাচে জ্বলে উঠেছেন দলের দুই ক্রিকেটার। দু’জনেই ভালো খেলে দলকে সাহায্য করেছেন রঞ্জি ট্রফির সেমিফাইনালের মতো বড় মঞ্চে।

চলছে চলতি রঞ্জি ট্রফির সেমিফাইনাল। এক সঙ্গে দু’টি সেমিফাইনাল খেলা হচ্ছে। এক দিকে খেলা হচ্ছে বিদর্ভ বনাম মধ্যপ্রদেশ ম্যাচ, অন্য দিকে তামিলনাডু বনাম মুম্বাই। দুই ম্যাচই চলছে কাঁটায় কাঁটায়। তবে ইনিংসের শেষ মুহূর্তে রোমাঞ্চকর হয়ে উঠেছে মুম্বাইয়ের ম্যাচটি।

   

তামিলনাডু বনাম মুম্বাই ম্যাচে রয়েছেন গুজরাট টাইটান্স দলের দুই ক্রিকেটার। একজন সাই কিশোর, অন্যজন ওয়াশিংটন সুন্দর। দু’জনেই খেলছেন তামিলনাডুর হয়ে। ম্যাচের অধিকাংশ সময়ে নিজেদের দলকে চালকের আসনে রাখতে সাহায্য করেছিলেন এই দুই ক্রিকেটার।

বল হাতে একাই মুম্বাই প্রায় অর্ধেক দলকে ধসিয়ে দিয়েছিলেন তামিলনাডুর অধিনায়ক সাই কিশোর। নিজের নামে ইতিমধ্যে যুক্ত করেছেন ৬ উইকেট। মুশির খান, অজিঙ্কা রাহানের উইকেট তিনিই নিয়েছেন। সেই সঙ্গে নিজের রঞ্জি ট্রফি মরসুমে পূর্ণ করেছেন ৫০ উইকেটের রেকর্ড। ওয়াশিংটন সুন্দর ব্যাট হাতে দলকে নির্ভরতা যুগিয়েছেন। ১৩৮ বলে ৪৩ রানের জরুরি ইনিংস খেলেছেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন