
বিজেপিতে (BJP) যোগ দিলেন হার্দিক প্যাটেল (Hardik Patel)। গুজরাট (Gujarat) বিজেপি উল্লসিত। রাজ্যের পতিদার আন্দোলনের নেতা আর নেই কংগ্রেসের (Congress) গান্ধী শিবিরে। বৃহস্পতিবার হার্দিক প্যাটেল গান্ধীনগরে এক ঝাঁক বিজেপি নেতাদের উপস্থিতিতে গেরুয়া শিবিরে নাম লেখালেন।
বৃহস্পতিবার ট্যুইটে হার্দিক লেখেন, আজ থেকে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছি। ভারতের সফল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে জাতির সেবার মহৎ কাজে আমি একজন ক্ষুদ্র সৈনিক হিসেবে কাজ করব।
বৃহস্পতিবার থেকে তিনি বিজেপি নেতা। হার্দিক কে সামনে রেখে আরও ভোট ব্যাংক বাড়িয়ে নিল বিজেপি বলে মনে করা হচ্ছে। গুজরাটে কংগ্রেস যে সরকারে আসছে না তার ইঙ্গিত আগেই দিয়েছেন হার্দিক প্যাটেল।
২০১৫ সাল থেকেই গুজরাট্র জনপ্রিয় নেতা হার্দিক৷ ২০১৯ সালে যোগ দেন কংগ্রেস। সামলেছেন গুজরাট প্রদেশ কংগ্রেস কার্যকরী সভাপতি পদ। দলীয় সাংগঠনিক স্তরে বদল আনতেই কংগ্রেসের সঙ্গে হার্দিকের দূরত্ব বাড়তে শুরু করে। এদিন কংগ্রেস সফরে ইতি টানলেন তিনি।
হার্দিককে হারিয়ে কংগ্রেসের বড় ক্ষতি গুজরাটে বলে মনে করছেন বিশ্লেষকরা। লাভবান হল বিজেপি।বিজেপির টিকিটে গুজরাট বিধানসভায় লড়বেন হার্দিক৷










