রাহুলের শাস্তি মকুবে রাজি না হওয়া গুজরাটের বিচারপতিকে বদলির নির্দেশ

গুজরাট হাই কোর্টের বিচারপতি হেমন্ত কুমার প্রচ্ছককে বদলি করে দিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। গুজরাট হাই কোর্ট থেকে তাকে সরানো হল পাটনা হাই কোর্টে।গত ৩ আগস্ট…

গুজরাট হাই কোর্টের বিচারপতি হেমন্ত কুমার প্রচ্ছককে বদলি করে দিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। গুজরাট হাই কোর্ট থেকে তাকে সরানো হল পাটনা হাই কোর্টে।গত ৩ আগস্ট বিবৃতি দিয়ে কলেজিয়াম জানিয়েছে, মোট ৯ জন বিচারপতিকে বদলি করা হলে, এর মধ্যে গুজরাট হাইকোর্টের চার বিচারপতি।

‘মোদী পদবি’ রাহুল গান্ধীর শাস্তি মকুব করার আর্জি জমা পড়েছিল তার এজলাসে। তিনি রাহুলের শাস্তি মকুব করেননি। পরে সুপ্রিম রায়ে রাহুল গান্ধী সাংসদ পদ ফেরত পান। এবার শীর্ষ আদালতের কলেজিয়াম সেই বিচারপতিকে বদলি করল। তাকে পাঠানো হল পাটনা হাই কোর্টে ।

   

সূত্রের খবর, এই বিচারপতি হেমন্ত প্রচ্ছক এক সময় বিজেপি নেতাদের হয়ে একাধিক মামলা লড়েছেন। গুজরাট দাঙ্গায় অভিযুক্ত তৎকালীন মন্ত্রী মায়া কোদনানির হয়েও মামলা লড়েছেন তিনি। ২০০২ সালে আমেদাবাদের নারোদাগাঁও এলাকায় এক দাঙ্গায় মহিলা ও শিশু-সহ প্রায় শতাধিক মুসলিম খুন হন। সেই মামলায় সম্প্রতি বেকসুর খালাস হওয়া মায়া কোদনানিদের অন্যতম কৌঁসুলি ছিলেন তিনি।

বিরোধীদের দাবি, বিজেপি ঘনিষ্ঠতার পুরস্কারও পেয়েছেন বিচারপতি হেমন্ত প্রচ্ছক। ২০১৫ সাল পর্যন্ত গুজরাট হাই কোর্টের প্লিডার হিসাবে কাজ করতেন তিনি। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর তাকে গুজরাট হাই কোর্টে সরকারি আইনজীবী হিসাবে নিযুক্ত করা হয়। এরপরই বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয় তাকে।