নয়াদিল্লি ও পাটনা: পণ্য ও পরিষেবা কর (GST) সংস্কার নিয়ে ফের রাজনৈতিক তীর ছুটল বিজেপি ও কংগ্রেস শিবিরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুক্রবার দাবি করেন, “জিএসটি সংস্কার সম্ভব হয়েছে শুধুমাত্র কাউন্সিল সদস্যদের সক্রিয় ভূমিকার জন্যই। রাজস্ব বাড়ানোকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে।”
অর্থমন্ত্রীর কটাক্ষ কংগ্রেসকে
একটি বিশেষ সাক্ষাৎকারে সীতারামন কংগ্রেসকে একহাত নিয়ে বলেন, “তাঁদের নিজেদের সরকার যখন ক্ষমতায় ছিল, তখন কেন পরামর্শ দেননি রাহুল গান্ধী? ১৯৯১ সালের পর থেকে কংগ্রেস অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবে কিছুই করেনি।” তিনি আরও জানান, দেশের সব রাজ্যের অর্থমন্ত্রীদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়ে তিনি চিঠি পাঠিয়েছেন। “জিএসটি ১৪০ কোটি ভারতীয়র জীবনে প্রভাব ফেলে। এত বড় সংস্কার আনতে প্রচুর পরিশ্রম ও দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়েছে।”
‘বিড়ি-বিহার’ বিতর্কে তীব্র প্রতিক্রিয়া GST reform political debate
ঝড় ওঠে কংগ্রেসের কেরল প্রদেশ কমিটির এক্স (সাবেক টুইটার) পোস্টকে ঘিরে। সেখানে সিগার, সিগারেট ও তামাকজাত দ্রব্যের জিএসটি বাড়ানোর পাশাপাশি ‘বিড়ি’র জিএসটি কমানোর প্রস্তাব দেখানো হয়। পোস্টে লেখা হয়, “বিড়ি আর বিহার, দুটোই B দিয়ে শুরু হয়। আর এগুলো আর পাপ হিসেবে গণ্য করা যাবে না।”
এই মন্তব্যে চরম ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই ও বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। চৌধুরী সরাসরি অভিযোগ করেন, “প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করা হয়েছিল। এবার গোটা বিহারকে অপমান করল কংগ্রেস। এটাই কংগ্রেসের চরিত্র।”
নিত্যানন্দ রাই বলেন, “বিহারবাসীর আত্মসম্মানকে আঘাত করা হয়েছে। রাহুল গান্ধী ও তেজস্বী যাদব মিলে বিহারিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।” তিনি হুঁশিয়ারি দিয়ে আরও যোগ করেন, “বিহারের মানুষ সাংবিধানিক নিয়ম মেনে ধৈর্য ধরেন, তবে সময়মতো জবাব দেবেন।”
কংগ্রেসের পাল্টা দাবি
তীব্র প্রতিক্রিয়ার মুখে পোস্টটি মুছে ফেললেও বিহার কংগ্রেস সভাপতি রাজেশ কুমার পাল্টা অভিযোগ করেন, “জনমতের সম্মান রেখেই পোস্টটি সরানো হয়েছে। কিন্তু বিজেপি তথ্য বিকৃত করছে। আসলে বিহারকে উল্লেখ করা হয়েছিল শুধুমাত্র ভোটমুখী জিএসটি সিদ্ধান্তকে ব্যঙ্গ করতে।”
তিনি আরও বলেন, “বিড়ি আসলে ‘সিন গুডস’, স্বাস্থ্যহানিকর পণ্য। অথচ নির্মলা সীতারামন ও সম্রাট চৌধুরী নিজেরা জিএসটি হার কমানোর মাধ্যমে ধূমপানকে উৎসাহ দিচ্ছেন। অপরদিকে পেট্রোল-ডিজেলকে এখনও জিএসটির আওতায় আনা হয়নি, যা হলে সাধারণ মানুষ অনেকটাই স্বস্তি পেতেন।”
বিহারের বিধানসভা ভোট সামনে রেখে এই বিতর্কে রাজনীতি আরও চড়তে চলেছে বলে মত রাজনৈতিক মহলের।
Bharat: A new political war has erupted over India’s GST reforms, with Finance Minister Nirmala Sitharaman criticizing Congress for its past inaction. The controversy intensified after a Kerala Congress post linked GST reductions on ‘beedi’ to Bihar, drawing sharp backlash from BJP leaders who accused the opposition of insulting the state.