উৎসবে ক্রেতাদের জন্য বড় সুখবর, ইলেকট্রনিক পণ্যে ছাড়

দুর্গাপুজোর আগে সাধারণ মানুষকে স্বস্তি দিতে জিএসটি (GST Rate) কাউন্সিল বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে নতুন জিএসটি কাঠামো। এতদিন বাজারে চারটি…

LG OLED AI Smart TV

দুর্গাপুজোর আগে সাধারণ মানুষকে স্বস্তি দিতে জিএসটি (GST Rate) কাউন্সিল বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে নতুন জিএসটি কাঠামো। এতদিন বাজারে চারটি জিএসটি স্ল্যাব ছিল—৫%, ১২%, ১৮% এবং ২৮%। তবে এবার সেই স্ল্যাব পরিবর্তন করে শুধুমাত্র দুটি হার রাখা হয়েছে—৫% এবং ১৮%। এর ফলে সরাসরি ২৮% স্ল্যাব বাদ পড়ায় বহু ইলেকট্রনিক পণ্যের দাম একধাক্কায় অনেকটা কমে যাবে। উৎসবের মরশুমে মধ্যবিত্ত ক্রেতাদের জন্য এই সিদ্ধান্ত নিঃসন্দেহে স্বস্তিদায়ক।

নতুন জিএসটি হার অনুযায়ী, এতদিন যেসব ইলেকট্রনিক পণ্যের উপর ২৮% জিএসটি বসত, সেগুলিতে এখন থেকে ১৮% জিএসটি দিতে হবে। অর্থাৎ ১০% কর কমে যাবে এক ধাক্কায়। এর ফলে দাম কমবে বড় আকারের টেলিভিশন থেকে শুরু করে এয়ার কন্ডিশনার, মনিটর, প্রজেক্টর, ডিশ ওয়াশারসহ নানা ইলেকট্রনিক গ্যাজেটের।

   

বিশেষত, ৩২ ইঞ্চির বেশি আয়তনের LED ও LCD টেলিভিশনের দাম এবার কমবে। এতদিন এই পণ্যগুলি ছিল ২৮% স্ল্যাবে। নতুন হারে এগুলিতে ১৮% জিএসটি প্রযোজ্য হবে। একইভাবে, দীর্ঘদিন ধরে যেসব গ্রাহক এয়ার কন্ডিশনার কেনার পরিকল্পনা করছিলেন, তাদের জন্যও বড় খবর এসেছে। কারণ এসিতেও একই হারে কর ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও মনিটর ও প্রজেক্টরের দামও কমবে, ফলে শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে অফিস-হোম সেটআপের জন্য এটি হবে ক্রেতাদের জন্য সাশ্রয়ী সুযোগ।

শুধু তাই নয়, ঘরোয়া কাজে ব্যবহৃত ডিশ ওয়াশিং মেশিনের দামও এবার আরও সহজলভ্য হবে। প্রযুক্তিপ্রেমী থেকে শুরু করে সাধারণ পরিবারের জন্য এই কর হ্রাস অনেক বড় স্বস্তি এনে দেবে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

Advertisements

তবে ইলেকট্রনিক্সে ছাড় দেওয়া হলেও কিছু পণ্যে এবার বাড়তি কর বসতে চলেছে। যেমন সিগারেট, মদ, পান মশলা এবং অন্যান্য তামাকজাত দ্রব্যে করের হার বেড়ে দাঁড়াচ্ছে ৪০%। ঠান্ডা পানীয়তেও একই হারে কর বসবে। পাশাপাশি বড় আকারের গাড়িতেও অতিরিক্ত কর দিতে হবে।

জিএসটি কাউন্সিলের এই বড়সড় সংস্কারকে অর্থনীতিবিদরা উৎসবের মরশুমে খরচের গতি বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। করোনাকাল এবং মন্দার পরবর্তী সময়ে দেশের বাজারে ক্রেতাদের আগ্রহ বাড়াতে সরকার এই নতুন জিএসটি কাঠামো এনেছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, উৎসবের কেনাকাটায় এবার অনেকেই বড়সড় ইলেকট্রনিক পণ্য কেনার দিকে ঝুঁকবেন।

সুতরাং, দুর্গাপুজোর আগে যারা টেলিভিশন, এসি, মনিটর, প্রজেক্টর বা ডিশ ওয়াশিং মেশিন কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে সোনায় সোহাগা সুযোগ। ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর এই নতুন জিএসটি হার বাজারে ইতিমধ্যেই উৎসবের আমেজ এনে দিয়েছে।