Fuel Price: পেট্রোল-ডিজেলের দাম কমাতে পারে কেন্দ্র, মহার্ঘ হতে পারে গ্যাস

petroleum products

দেশজুড়ে ক্রমাগত বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। আর এই দাম বাড়ার জেরে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। ক্রমশ কেন্দ্রের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ। জ্বালানির দামের বাড়বাড়ন্ত নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরাও। যদিও এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, পেট্রোল-ডিজেলের দামের উপর থেকে আবগারি শুল্ক কমানোর পরিকল্পনা করছে সরকার। এমনটা হলে সরাসরি প্রভাব পড়বে দেশের বাজারে তেলের দামে।

Advertisements

সূত্র মারফত খবর, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক (এমওপিএনজি) এবং অর্থ মন্ত্রক আবগারি শুল্ক কমানোর কথা ভাবছে। মঙ্গলবার তেল সংস্থাগুলি টানা ষষ্ঠ দিনের জন্য তেলের দামে কোনও পরিবর্তন করেনি। গত ২২ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত পেট্রোল ও ডিজেলে লিটার প্রতি ১০ টাকা করে বাড়ানো হয়েছে। যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের পকেটে।

   

সূত্র বলছে, এলপিজি সিলিন্ডারের দামও এক্কেবারে বাড়তে পারে। সরকারের অনুরোধ, দেশীয় গ্যাস সিলিন্ডারের দাম যেন না বাড়ে। তবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যয়বহুল হতে পারে। এফ লিহাল ডি’লিলিতে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ৯৪৯.৫০ টাকা।

Advertisements

২০২১ সালে, মন্ত্রকের পক্ষ থেকে লোকসভায় জানানো হয়েছিল যে সরকার আবগারি শুল্ক থেকে পেট্রোলে প্রতি লিটারে ২৭.৯০ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ২১.৮০ টাকা আয় করে। ২০২১ সালের নভেম্বরে পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক যথাক্রমে ৫ টাকা এবং ১০ টাকা কমিয়েছিল কেন্দ্র। এখন যেহেতু সরকার ফারি কাটছে, পেট্রোল ও ডিজেলের দাম একবার কমতে পারে।

প্রসঙ্গত, পাঁচ রাজ্যের নির্বাচনের ফল প্রকাশের পর গত ২২ মার্চ পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছিল তেল সংস্থাগুলি। এরপর থেকে প্রতি লিটারে তেলের দাম ১০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে গত ৭ এপ্রিল থেকে কোনোভাবেই তেলের দাম বাড়ায়নি কোম্পানিগুলো।