পাক-মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী TRF নিষিদ্ধ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

The Government of India has banned the terrorist group The Resistance Front (TRF). TRF is the front group of Pakistan based banned terrorist organization Lashkar-e-Taiba

Government of India has banned the terrorist group The Resistance Front

short-samachar

ভারত সরকার জঙ্গি গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) নিষিদ্ধ করেছে। TRF হল পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার ফ্রন্ট গ্রুপ। এটি জম্মু ও কাশ্মীরে বেশ কয়েকটি লক্ষ্যবস্তু হত্যার সাথে জড়িত।

   

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় টিআরএফ নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এছাড়াও, স্বরাষ্ট্র মন্ত্রণালয় TRF কমান্ডার শেখ সাজ্জাদ গুলকে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন 1967-এর অধীনে জঙ্গি ঘোষণা করেছে।

এছাড়া লস্কর কমান্ডার মোহাম্মদ আমিন ওরফে আবু খুবাইবকে জঙ্গি ঘোষণা করা হয়। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, আবু খুবাইব জম্মু ও কাশ্মীরের বাসিন্দা, কিন্তু বর্তমানে পাকিস্তানে বসবাস করছেন।