নিত্য যাত্রীদের জন্য সুখবর, ৪৬টি ট্রেনে আরও কামরা জুড়ল রেল

Special arrangements by the railways to manage crowds during the festival, facilities available on Howrah and Sealdah branches.

রেল যাত্রীদের জন্য রইল দুর্দান্ত সুখবর। আর ট্রেনে ভিড় হবে না, আর ঠ্যালাঠেলি করে ট্রেনে দাঁড়ানো বা বসার দিন শেষ। কারণ এবার এক ধাক্কায় অনেকগুলি কামরা বাড়িয়ে দিল রেল (Indian Railways)। হ্যাঁ ঠিকই শুনেছেন।

সে লোকাল ট্রেন হোক কিংবা এক্সপ্রেস ট্রেন, যাত্রীরা হামেশাই একটা বিষয় নিয়ে অভিযোগ করেন। আর সেটা হল ট্রেনে অত্যাধিক মাত্রায় ভিড়। এমনও হয়েছে ভিড়ের জেরে মানুষের ক্ষতি হয়েছে। তবে এবার সে সবের দিন শেষ, যাত্রীদের সুবিধার্থে এবার ৪৬টি ট্রেনে ৯২টি জেনারেল কোচ বাড়িয়ে দিল রেল। রেল শীঘ্রই আরও ২২টি ট্রেন সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে।

   

বিগত বছরগুলিতে ট্রেনে সাধারণ কোচের সংখ্যা কমে যাওয়ার অভিযোগ রেলের কাছে হামেশাই আসছিল। এরপরই জেনারেল কোচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। এই প্রসঙ্গে আগ্রা ডিভিশনের জনসংযোগ আধিকারিক প্রশস্তি শ্রীবাস্তব জানিয়েছেন, সাধারণ শ্রেণির যাত্রীদের সুবিধার্থে রেল ৪৬টি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনে ৯২টি কোচ বাড়িয়েছে। যে ট্রেনগুলিতে সাধারণ কোচ বাড়ানো হয়েছে সেগুলির মধ্যে রয়েছে গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস, গুয়াহাটি-বারমের এক্সপ্রেস, শিলঘাট টাউন-তাম্বারাম নাগন এক্সপ্রেস, গুয়াহাটি-লোকমান্য তিলক এক্সপ্রেস, গুয়াহাটি-জম্মু তাওয়াই এক্সপ্রেস, গুয়াহাটি-জম্মু তাওয়াই এক্সপ্রেস, গুয়াহাটি-ওখা এক্সপ্রেস, গুয়াহাটি-বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস, ডিব্রুগড়-লালগড় আওয়াধ আসাম এক্সপ্রেস, বারাণসী-ইন্দোর সুপারফাস্ট এক্সপ্রেস।

এছাড়া বারাণসী-ইন্দোর সুপারফাস্ট এক্সপ্রেস, ধানবাদ-আলাপ্পুঝা এক্সপ্রেস, কাঠগোদাম-দেরাদুন এক্সপ্রেস, জয়পুর-মহীশূর সুপারফাস্ট এক্সপ্রেস, তিরুপতি-কোল্লাম এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, বেঙ্গালুরু-ভাগলপুর এক্সপ্রেস, যশবন্তপুর-কান্নুর এক্সপ্রেস, আজমের-মহীশূর এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, মাইসোর-তুতিকোরিন এক্সপ্রেসে কামরা বাড়ানো হবে।

এর পাশাপাশি যে ট্রেনগুলিতে অতিরিক্ত কামরা যোগ করা হয়েছে সেগুলি হল যোধপুর-বেঙ্গালুরু এক্সপ্রেস, কেশর বেঙ্গালুরু সিটি-বেলগাউমি সুপারফাস্ট এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল-হুবলি সুপারফাস্ট এক্সপ্রেস, বেঙ্গালুরু-ভাগলপুর অ্যাং এক্সপ্রেস, বেঙ্গালুরু সিটি-সাঙ্গলি রানী চেন্নাম্মা এক্সপ্রেস, কোটা জংশন-দানাপুর সুপারফাস্ট এক্সপ্রেস, কোটা-সিরসা এক্সপ্রেস, ভাবনগর-বান্দ্রা টার্মিনাস সুপারফাস্ট এক্সপ্রেস, ভেরাভাল জংশন-মুম্বই বান্দ্রা সৌরাষ্ট্র জনতা এক্সপ্রেস, মুম্বই বান্দ্রা-ভুজ কচ্ছ সুপারফাস্ট এক্সপ্রেস, ভুজ-দাদার সায়াজি নাগরি সুপারফাস্ট এক্সপ্রেস, মুম্বই-বেঙ্গালুরু উদ্যান এক্সপ্রেস, মুম্বই-অমরাবতী সুপারফাস্ট এক্সপ্রেস, ছত্রপতি শিবাজি টার্মিনাস-নাগপুর সেবাগ্রাম এক্সপ্রেসে জেনারেল কোচ বাড়ানো হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন