Gold Silver Price: সপ্তাহের শেষে বিরাট পতন সোনা-রুপোর দামে, কলকাতায় কত রেট জানেন?

এখন বিয়ের ভরা মরসুম। আর এই মরসুমে সোনা ছাড়া কাজ কি চলে? কিন্তু যত সময় এগোচ্ছে সোনা কিংবা রুপো, দুইই যেন মানুষের হাতের নাগালের বাইরে…

Gold Silver Price: সপ্তাহের শেষে বিরাট পতন সোনা-রুপোর দামে, কলকাতায় কত রেট জানেন?

এখন বিয়ের ভরা মরসুম। আর এই মরসুমে সোনা ছাড়া কাজ কি চলে? কিন্তু যত সময় এগোচ্ছে সোনা কিংবা রুপো, দুইই যেন মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে এখন সোনা কেনা মধ্যবিত্তদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। আজ শনিবার অর্থাৎ ছুটির সপ্তাহ শুরু। আর এই ছুটির দিনে কি সোনা বা রুপোর দাম (Gold Silver Price) বাড়ল না কমল? এই প্রশ্ন সকলের মধ্যেই জাগছে।

আপনিও কি আজ সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? তাহলে দোকানে যাওয়ার আগে জেনে নিন রেট। আজ সোনার দামে নতুন করে ধাক্কা খেয়েছেন মধ্যবিত্ত ঘরের মানুষ। কারণ দুদিন দাম নিম্নমুখী থাকার পর আজ ফের সামান্য হলেও দাম বাড়ল সোনালি ধাতুর। আপনিও যদি কলকাতার বাসিন্দা হয়ে থাকেন তাহলে জেনে নিন রেট।

জানা গিয়েছে, শনিবার শহর কলকাতায় ২২ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ১০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৬৫,৮৫০ টাকায়। অন্যদিকে ২৪ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭১,৮৩০ টাকায়। এবার আসা যাক ১৮ ক্যারেটের কথায়। আজ শহরে ১৮ ক্যারেটে ১০ গ্রাম সোনার দাম ৮০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৩,৮৮০ টাকায়।

Advertisements

তবে এপ্রিলের নিরিখে মে মাসে বেশ অনেকটাই কমেছে সোনা ও রুপো। যেমন গত ২৯ এপ্রিল যেখানে ১০ গ্রাম সোনার দাম ৭২,২৩৯ টাকা ছিল, সেই দাম আজ শনিবার ৪মে ৭১,১৯১ টাকায় নেমে এসেছে। অর্থাৎ দাম কমেছে এক ধাক্কায় ১০৪৮ টাকা।

তবে আজ আপনি যদি রুপো কিনবেন ভাবছেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ আজ অনেকটাই কমেছে এই ধাতু। জানা গিয়েছে, আজ ১০ গ্রাম রুপোর দাম ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৮৩০ টাকায়।