নিউজ ডেস্ক: সোমবার বেলা বাড়তেই অসমের (assam) কাছাড় জেলার গঙ্গাপুর (gangapur village) গ্রামে এক ব্যক্তির বাড়িতে উপচে পড়ল ভিড়। সকলেই ওই ব্যক্তির বাড়িতে সদ্য জন্মানো একটি ছাগলছানাকে একবার চাক্ষুষ করতে চাইছেন। একটি ছাগলছানাকে (kid) দেখতে মানুষের কিসের এত আগ্রহ!
জানা গিয়েছে, গঙ্গাপুর গ্রামের দরিদ্র এক ব্যক্তির ছাগলের সদ্য জন্ম দেওয়া বাচ্চাটি দেখতে ছিল একেবারে মানব শিশুর মত। ছাগল বাচ্চাটির মুখ, নাক ও চোখ দেখতে ছিল একেবারে মানুষের মতো। এমনকী, ওই ছাগল বাচ্চার পাও ছিল দুটি। একমাত্র ছাগল বাচ্চাটির কান দু’টি ছিল ছাগলের মতই। ছাগলের পেটে মানুষের বাচ্চার মত একটি শাবকের জন্মের খবর পেয়েই কাতারে কাতারে মানুষ (crowd) গঙ্গাপুর গ্রামে ওই ব্যক্তির বাড়িতে ভিড় করেন।
ওই ছাগলের মালিক জানিয়েছেন, সোমবার সকালে তাঁর বাড়ির ছাগলটি যে বাচ্চার জন্ম দিয়েছিল সেটি দেখতে একেবারে অবিকল মানুষের বাচ্চার মত। তাঁরা দীর্ঘদিন ধরেই ছাগল পোষেন। কিন্তু ছাগলের পেটে এই ধরনের মানুষের মত বাচ্চা এই প্রথম। ওই ছানাটিকে দেখে তিনি নিজেও প্রথমে একটু ভয় পেয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই তাঁদের গ্রাম ও সংলগ্ন এলাকায় এই অদ্ভুতদর্শন ছাগল বাচ্চার খবর ছড়িয়ে পড়তেই কাতারে কাতারে মানুষ তাঁর বাড়ির উঠোনে এসে হাজির হন। তবে ছাগলছানাটি বেশিক্ষণ বাঁচেনি।
স্থানীয় পশু চিকিৎসকরা জানিয়েছেন, অপুষ্টির কারণেই গর্ভে বাচ্চাটি পরিপুষ্ট হয়নি। হয়নি স্বাভাবিক বৃদ্ধি। সে কারণেই এমন অদ্ভুতদর্শন ছাগল ছানার জন্ম হয়েছে।