নয়াদিল্লি: অযোধ্যায় দীপোতসবের ঠিক আগে প্রদীপ, মোমবাতির উপর অর্থ ব্যয় নিয়ে মন্তব্য করে তুমুল বিতর্কে জড়িয়েছেন সমাজবাদী পার্টির প্রমুখ অখিলেশ যাদব (Akhilesh Yadav)। শনিবার তিনি মন্তব্য করেন, “আমাদের ক্রিসমাস থেকে শেখা উচিৎ। প্রদীপ, মোমবাতির উপর কেন ব্যয় করবেন?” তাঁর এই মন্তব্যের পরেই ময়দানে নেমে পড়েছে বিশ্ব হিন্দু পরিষদ।
রবিবার পরিষদের (VHP) নেতা বিনোদ বনসল (Binod Bansal) অখিলেশের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “শুনুন, উত্তরপ্রদেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী দীপাবলি উপলক্ষে বড়দিনের প্রশংসা করছেন। সারি সারি প্রদীপের আলো তার হৃদয়কে এতটাই পুড়িয়ে দিয়েছে যে তিনি ১০০ কোটি হিন্দুকে বলছেন, প্রদীপ এবং মোমবাতির পিছনে টাকা নষ্ট করো না, বড়দিন থেকে শিক্ষা নাও।”
ভারতের সংস্কৃতি ঐতিহ্যের পরিবর্তে বিদেশী রীতির প্রশংসায় পঞ্চমুখ সমাজবাদী পার্টির নেতা, বলে কটাক্ষ ছোঁড়েন বিশ্ব হিন্দু পরিষদের নেতা। অখিলেশের (Akhilesh Yadav) বিরুদ্ধে তীব্র আক্রমণ হেনে তিনি বলেন, “যখন খ্রিস্টধর্মের অস্তিত্বই ছিল না, তখন থেকে ভারতভূমিতে আচার-অনুষ্ঠান এবং ঐতিহ্যের সঙ্গে দীপাবলি উদযাপন করা হয়ে আসছে।”
“আর এখন, হিন্দু সমাজকে বলা হচ্ছে খ্রিস্টানদের কাছ থেকে শিক্ষা নিতে! ভগবান রাম এবং ভগবান কৃষ্ণের পবিত্র ভূমিতে এইসব নেতাদের আশ্রয়েই অবৈধ ধর্মান্তর বৃদ্ধি পেয়েছে। এইসব অপরাধীদের দিয়েই তাঁরা নিজেদের মন্ত্রিসভা গড়ে তুলেছে”, বলে হিন্দু পরিষদের নেতা।
“ভ্যাটিকানে গিয়ে ক্রিসমাস উদযাপন করুন!”
এরপর আক্রমণের তীব্রতা কয়েকগুন বাড়িয়ে বিশ্ব হিন্দু পরিষদের (VHP) নেতা বিনোদ বনসল অখিলেশের উদ্দেশ্যে বলেন, “ভ্যাটিকান সিটিতে গিয়ে ক্রিসমাস উদযাপন করুন। যে সম্প্রদায় প্রদীপ তৈরি করে, যাদের জন্য আমরা গর্বিত, তাঁরা তাদের প্রদীপ দিয়ে পুরো বিশ্বকে আলোকিত করতে চায়।”
এরপর অখিলেশকে “টিপু” (টিপু সুলতান) বলে উল্লেখ করে বনসল আরও লেখেন, “লজ্জা করো, টিপু! অযোধ্যার উজ্জ্বলতা এবং হিন্দুদের সুখের প্রতি এই ঈর্ষা ঠিক নয়। এই কারণেই মানুষ তাদের দলকে সমাজবাদী পার্টি বলে না, বরং অসমজবাদী পার্টি (সমাজবিরোধী দল) বলে!”