বারাণসীতে মমতাকে গো ব্ল্যাক স্লোগান বিজেপি কর্মীদের

রাজ্যের ১০৮ পুরসভার মধ্যে ১০২ পুরসভায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। ভোটে জিতে বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েই পাড়ি দিয়েছেন বারাণসীতে। সেখানে সমাজবাদী পার্টির হয়ে প্রচার করবেন তিনি। কিন্তু বারাণসীতে গিয়েই বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী।

বুধবার বারাণসীতে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গঙ্গার ঘাটে যাওয়ার সময় বিজেপি কর্মীরা তাঁর গাড়ি দেখতে পেয়ে কালো পতাকা দেখায়। গো ব্যাক স্লোগান দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর গাড়ির দিকে পাথর পর্যন্ত ছোড়া হয়।

   

মুখ্যমন্ত্রী গো ব্যাক স্লোগানের পাল্টা জয় হিন্দ স্লোগান দিতে থাকে। তবে তেমন প্রতিক্রিয়া দেখাননি।‌ জানা গিয়েছে, বৃহস্পতিবার নিজের সভা থেকে এই ঘটনার প্রতিবাদ জানাবেন তিনি।

তবে মুখ বুজে থাকেননি সপা প্রধান।‌ তিনি এই বিক্ষোভের প্রতিবাদে বলেন, উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে লড়তে সপার পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলায় লজ্জাজনক হার সহ্য করতে পারছে না। তাই এখানেও বিক্ষোভ দেখাচ্ছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মোদীর বিরুদ্ধে জাতীয় বিরোধী মুখ হিসেবে ওই দলকে হারাবে। 

বুধবারের এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রীরাও।‌ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘উত্তরপ্রদেশে পুরুষতান্ত্রিক সমাজ রয়েছে। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান পাওয়া উচিত। কিন্তু বিজেপি দল নারীজাতিকে সম্মান করতে জানে না।

 

বিস্তারিত আসছে..

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন