পাক-অধিকৃত কাশ্মীর (PoK) এবারের লোকসভা ভোটে বিরাট ইস্যু হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির ছোট-বড় নেতারা সকলেই প্রচারে বেরিয়ে পাক-অধিকৃত কাশ্মীর (PoK) দখলের প্রতিশ্রুতি দিচ্ছেন। এরই মধ্যে বড় ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা।
বিহারে ভোটপ্রচারে গিয়ে হিমন্ত সাফ জানিয়ে দেন, পাক-অধিকৃত কাশ্মীর আসলে ভারতেরই অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৪০০-র বেশি আসন দিলে উনি কাশ্মীরের ওই টুকরো পাকিস্তানের হাত থেকে ছিনিয়ে আনবেন। একই সঙ্গে মোদী সরকার মানুষের জন্য কী কী করেছে, সেই খতিয়ানও তুলে ধরেন অসমের মুখ্যমন্ত্রী।
হিমন্ত বলেন, ‘আজ আমাদের ভারতের…কাশ্মীর তো আমাদের…কাশ্মীর তো আমাদের…কাশ্মীরের এক টুকরো কোথায় আছে? পাকিস্তানে আছে…তাই তো…কাশ্মীরের এক টুকরো কোথায় আছে…পাকিস্তানে…৪০০ সিট মোদীজিকে দিন…পাকিস্তান থেকে আমরা কাশ্মীর নিয়ে আসব…এটা আমাদের সংকল্প…’
বাংলায় ভোট প্রচারে এসেও পাক-অধিকৃত কাশ্মীর দখলের কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘পাক-অধিকৃত কাশ্মীর আমাদের অংশ। রাহুল বাবা, মমতা দিদি, আপনারা যতই ভয় পান না কেন, পাক-অধিকৃত কাশ্মীর আমাদের, আমরা তা ওদের থেকে নিয়েই ছাড়ব।’
মাঝে মধ্যেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পাক-অধিকৃত কাশ্মীর। গত কয়েকদিন ধরে সেই বিক্ষোভের ঝাঁজ আরও বেড়েছে। আটা ও বিদ্যুতের অত্যধিক দামের কারণে এখন বিক্ষোভ চলছে। বিক্ষোভের জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নাগরিকের মৃত্যুও হয়েছে।
Local Train Cancelled: হাওড়া শাখায় শনি-রবি বাতিল একাধিক লোকাল ট্রেন, ফের ভোগান্তির আশঙ্কা
PoK-তে এই বিক্ষোভ প্রসঙ্গে মুখ খুলেছে ভারতও। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন অংশে বিক্ষোভের খবর দেখছি। অবৈধ ভাবে জোর করে ওই এলাকা নিজেদের দখলে রেখে পাকিস্তান যেভাবে সম্পদ লুট করেছে, তাতে এটাই স্বাভাবিক পরিণতি।