‘গুপ্ত কাগজ বেরোলে কি অভিষেক ফেঁসে যেতেন?’ মমতাকে তুলোধোনা গিরিরাজের

নয়াদিল্লি: আইপ্যাক (I-PAC) কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি (ED) অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘হস্তক্ষেপ’ নিয়ে এবার রণংদেহি মেজাজে বিজেপি। শনিবার দিল্লির দরবার থেকে তৃণমূল সুপ্রিমোকে কার্যত ‘ডাকাত’ বলে সম্বোধন করে তীব্র ভর্ৎসনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তাঁর সরাসরি প্রশ্ন, “সবুজ ফাইলে এমন কী গোপন নথি ছিল যে খোদ মুখ্যমন্ত্রীকে গিয়ে তা উদ্ধার করতে হলো? আপনি কি ভয় পাচ্ছিলেন ওই তথ্য ফাঁস হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেঁসে যাবেন?”

‘চোরের মায়ের বড় গলা’

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে একগুচ্ছ বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, “বাংলার প্রতিটি মানুষ আজ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান-বিরোধী। এমন মুখ্যমন্ত্রী কি আগে কেউ দেখেছেন? যিনি ইডির হাত থেকে সব কাগজ চুরি করে নিয়ে আসেন!” মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল, ইডি নাকি তৃণমূলের নির্বাচনী কৌশল চুরি করতে এসেছিল। এই প্রেক্ষিতে গিরিরাজের পালটা খোঁচা, “একেবারে চোরের মায়ের বড় গলা! ইডি নাকি স্ট্র্যাটেজি চুরি করতে গিয়েছে! আসলে ওঁর ভয় ছিল গুপ্ত কাগজ বেরিয়ে গেলে অভিষেক ফেঁসে যাবেন।”

   

অমিত শাহকে গালি দিয়ে পার পাবেন না Giriraj Singh slams Mamata over green file

মমতা বন্দ্যোপাধ্যায় যে রীতিমতো ডিজিপি-কে সঙ্গে নিয়ে ‘কাগজ চুরি’ করতে গিয়েছিলেন, সেই অভিযোগ তুলে গিরিরাজ বলেন, “এত বড় সাহস! পুলিশের বড়কর্তাকে নিয়ে কাগজ চুরি করতে গিয়েছেন? উলটে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গালাগাল করছেন। তাঁকে গালি দিয়ে পার পাওয়া যাবে না।”

বাংলাকে বাংলাদেশ বানানোর অভিযোগ

এদিন শুধু ইডি হানা নয়, অনুপ্রবেশ ইস্যু নিয়েও মমতাকে বিঁধেছেন গিরিরাজ সিং। তাঁর দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে বাংলাদেশে পরিণত করতে চাইছেন। অনুপ্রবেশকারীদের রাজত্ব বানিয়ে ফেলেছেন। এমন কোনও জেলা নেই যেখানে হিন্দুরা ভীত নয়। তবে এই ভয় কাটিয়ে হিন্দুদের এগিয়ে আসতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতে হবে।”

কী বলছে আইপ্যাক?

অন্যদিকে, এই গোটা পরিস্থিতি নিয়ে এক্স (টুইটার) হ্যান্ডলে মুখ খুলেছে আইপ্যাক। কেন্দ্রীয় সংস্থার এই তল্লাশি অভিযানকে ‘অত্যন্ত দুর্ভাগ্যের এবং উদ্বেগের বিষয়’ বলে উল্লেখ করেছে তারা। তবে সংস্থাটি জানিয়েছে যে, তদন্তের স্বার্থে তারা সবরকম সহযোগিতা করতে প্রস্তুত।

Bharat: Union Minister Giriraj Singh lashed out at Mamata Banerjee for interfering in the I-PAC ED raid. He questioned the mystery of the ‘green file’ and accused her of stealing documents to protect Abhishek Banerjee from the coal smuggling investigation.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন