Job card Scam: রাজ্যে জবকার্ড দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের বার্তা মোদী সরকারের

একশো দিনের কাজের টাকা দাবিতে আন্দোলনে নেমেছে বাংলার শাসকদল তৃণমূল। দিল্লিতে চলছে বিক্ষোভ। এরমাঝেই একশো দিনের কাজের টাকা নিয়ে পাল্টা সুর চড়ালেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও…

Job card Scam: রাজ্যে জবকার্ড দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের বার্তা মোদী সরকারের

একশো দিনের কাজের টাকা দাবিতে আন্দোলনে নেমেছে বাংলার শাসকদল তৃণমূল। দিল্লিতে চলছে বিক্ষোভ। এরমাঝেই একশো দিনের কাজের টাকা নিয়ে পাল্টা সুর চড়ালেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। একশো দিনের কাজের টাকার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে প্রচুর ভুয়ো জব কার্ড ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী। আর সেই ইস্যুতে এবার সিবিআই(CBI) তদন্তের দাবি করলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী।

সাংবাদিক বৈঠক করে এদিন তিনি বলেন, তৃণমূল শুধু চুরি নয় গা জোয়ারিও করছে। সময় এসে গিয়েছে এটার তদন্তভার আমাকে সিবিআই-এর উপর দিয়ে দিতে হবে। তিনি আরও বলেন, বাংলায় একশো দিনের কাজের টাকা নিয়ে যখন অনুসন্ধান করা হয়, তখন অনুসন্ধান কমিটির সঙ্গে রাজ্য সহযোগিতা করা হয়নি। পরে আধারের সঙ্গে তথ্য মিলিয়ে জানা যায় প্রায় ২৫ লাখ জবকার্ডে হেরফের রয়েছে। ২৫ লাখ শ্রমিকের নামে টাকা ঘোরানো হয়েছে।

এমনকি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, গরিবের লুঠ করা টাকা গরিবদের ফেরত দিন। আপনি ২৫ লাখ ভুয়ো জবকার্ডের টাকা কোথায় ব্যবহার করা হয়েছে, এটা সরকার ও দেশবাসী জানতে চায়।

Advertisements

উল্লেখ্য, রাজ্যের বকেয়া টাকা আদায়ে আজ দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতারা। ট্রেনের জন্য আবেদন করেও ট্রেন না পেয়ে অবশেষে কলকাতা থেকে বাসে চড়ে দিল্লি গিয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থক ও ‘বঞ্চিতারা’। সোমবার সকালেই রাজঘাটে গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের নেতৃত্বে সেখানে সত্যাগ্রহ শুরু করেছেন তৃণমূল নেতারা।