জম্মু-কাশ্মীর থেকে আফস্পা প্রত্যাহার সম্ভব? যা বললেন সেনা প্রধান

General Upendra Dwivedi on AFSPA repeal conditions

নয়াদিল্লি: ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জম্মু-কাশ্মীর থেকে আর্মড ফোর্সেস (স্পেশাল পাওয়ারস) অ্যাক্ট (AFSPA) প্রত্যাহার করার সম্ভাবনা নিয়েও আজ বক্তব্য রেখেছেন। তিনি বলেন, ‘‘এটি সম্ভব, তবে বর্তমান পরিস্থিতি এমন যে, তা এই মুহূর্তে প্রত্যাহার করা যাবে না।’’

Advertisements

ইন্ডিয়া টুডে কনক্লেভ-এ এক বিশেষ আলোচনায় অংশ নিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, ‘‘AFSPA প্রত্যাহারের প্রশ্ন তখনই উঠবে, যখন সেনাবাহিনী পর্যাপ্ত প্রমাণ পাবে যে, স্থানীয় পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দিতে সক্ষম।’’ তবে, তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।

   

AFSPA প্রত্যাহারের শর্ত
সেনাপ্রধান আরও বলেন, ‘‘যদি সেনাবাহিনী মনে করে যে পরিস্থিতি এখন শান্তিপূর্ণ এবং স্থানীয় পুলিশ আইন শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম, তাহলে AFSPA প্রত্যাহার করা যেতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতি এমন নয় যে, আমরা একে তুলে নিতে পারি।’’

তিনি বলেন, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যখনই উপযুক্ত সময় আসবে, তখন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisements

সেনাবাহিনীর ভূমিকা
জেনারেল দ্বিবেদী স্পষ্টভাবে উল্লেখ করেন যে, সেনাবাহিনী বর্তমানে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে। তিনি বলেন, “যতদিন পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রিত না হবে, ততদিন সেনাবাহিনী সেখানে থাকবে এবং তাদের ভূমিকা চলতে থাকবে।”

এই বক্তব্যটি জম্মু-কাশ্মীরের জনগণ এবং নিরাপত্তা বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ এক বার্তা, যেখানে সেনাপ্রধান পরিস্থিতির উন্নতি হলে AFSPA প্রত্যাহারের দিকে আঙ্গুল তুলেছেন, তবে এখনই তা সম্ভব নয়।