নয়াদিল্লি: গাজা যুদ্ধবিরতি নিয়ে উচ্চপর্যায়ের প্রতিরক্ষা বৈঠকের আগে নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে কথা বলতে চেয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। ডোনাল্ড ট্রাম্পের ২০ পয়েন্টের গাজা শান্তি চুক্তি চূড়ান্ত করার আগে মোদীকে ফোনে ধরলেন নেতানিয়াহু।
তাঁর দফতর থেকে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহুকে সাধুবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদী। পরে এক্সে নরেন্দ্র মোদী (Narendra Modi) পোস্ট করেছেন, “মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের (Donald Trump) গাজা শান্তি পরিকল্পনার অগ্রগতির জন্য আমার বন্ধু ইজরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোনে অভিনন্দন জানালাম। বন্দীদের মুক্তি এবং গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বৃদ্ধির চুক্তিকে আমরা স্বাগত জানাই।” পাশাপাশি বিশ্বের কোনও স্থানে কোনোরকম সন্ত্রাসবাদ অগ্রহণযোগ্য, বলেও উল্লেখ করেন নরেন্দ্র মোদী।
২৪ ঘন্টার মধ্যেই কার্যকর হবে গাজা-যুদ্ধবিরতি
ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় দীর্ঘ-দু বছর ধরে চলা রক্তক্ষয়ী প্যালেস্তাইন-ইজরায়েল যুদ্ধ-অবসানে নতুন আশার আলো দেখা দেয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে গাজা যুদ্ধবিরতি কার্যকর হবে বলে ঘোষণা করেন ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)।
শুক্রবার সকালে জেরুজালেমের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু সরকার সকল জীবিত এবং মৃত বন্দীদের মুক্তির রূপরেখায় সম্মতি জানিয়েছেন বলে উল্লেখ করা হয়। ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার এটি প্রথম ধাপ বলে জানানো হয়েছে।
মধ্যস্থতায় ডোনাল্ড ট্রাম্প
বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, হামাস (Hamas) এবং ইজরায়েল গাজা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সম্মতি জানিয়েছে। বৃহস্পতিবার এই নিরিখে হোয়াইট হাউসে ক্যাবিনেট বৈঠকের পরে প্রথম ধাপের যুদ্ধ-বিরতির কথা ঘোষান করেন ট্রাম্প। বৈঠকে ট্রাম্প বলেন, “আমরা মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ সাফল্যে পৌঁছেছি।
সকলের ধারণা ছিল, যা কখনও বাস্তবায়িত হবে না। আমরা গাজায় যুদ্ধের অবসান ঘটিয়েছি, এবং আমি মনে করি এটি একটি স্থায়ী শান্তি হতে চলেছে।” হামাসের প্রধান আলোচক খলিল আল-হায়্যা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া ‘গ্যারান্টি’ উল্লেখ করে বলেন, “যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের অর্থ হল গাজার যুদ্ধ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে”।