নয়াদিল্লি: ধনতেরাসের সকালে ভয়ঙ্কর বিপর্যয়৷ অমৃতসর থেকে সাহারসা যাওয়ার পথে আগুন লেগে গেল গরিব রথে৷ দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রেনের একের পর এক কামরা। সিরহিন্দ রেলওয়ে স্টেশনের কাছে ১৯ নম্বর কোচে হঠাৎ ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণে আগুন লাগেছে।
আহত বেশ কিছু যাত্রী
শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। আগুন লাগার বিষয়টি জানতে পেরেই লোকো পাইলট ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেন। আতঙ্কিত যাত্রীরা সঙ্গে সঙ্গে মালপত্র নিয়ে ট্রেন থেকে নামতে শুরু করেন। বিশৃঙ্খলার কারণে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।
দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় Garib Rath Train Fire
দ্রুত ঘটনস্থলে পৌঁছান পুলিশ ও দমকল বাহিনী৷ তড়িঘড়ি জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এক ঘণ্টার মধ্যেই আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে৷ একজন মহিলা যাত্রী সামান্য দগ্ধ হয়েছেন। তাঁকে নিকটবর্তা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ নির্দিষ্ট কামরাটি সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে৷ বাকি যাত্রীদের অন্য কামরায় পাঠিয়ে ট্রেনটিকে ফের গন্তব্যের দিকে রওনা করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
তিনটি কোচ ক্ষতিগ্রস্ত
সিরহিন্দ জিআরপি-র এসএইচও রতন লাল জানান, আগুনে মোট তিনটি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। কোনও প্রাণহানি ঘটেনি। রেলওয়ে কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত যাত্রীদের নিরাপত্তা ও ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থান নিয়েছে।