নর্দমার জলে ফল ধুয়ে বিক্রি, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার ব্যবসায়ী!

ভোপাল: বলা হয় ফল কাটা হোক বা গোটা, কেনার পর অবশ্যই বাড়ি এসে ধুয়ে তারপর খাওয়া উচিৎ। এর কারণ জানলে ভুলেও কখনও বাইরের কেনা ফল বাড়ি এসে পরিষ্কার না করে খাবেন না। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (Viral) হয়েছে, যেখানে দেখা গিয়েছে এক ফল বিক্রেতা (Fruit Seller) নর্দমার নোংরা জলে ফল ধুয়ে সেগুলো দোকানে সুন্দর করে সাজিয়ে বিক্রি করছেন!

Advertisements

ভিডিও দেখে তাজ্জব হয়ে গিয়েছেন নেটিজেনরা। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের বড়বানী জেলার রাজপুর থানার এলাকার এক ফল বিক্রেতা ইকবাল আসলে ৫২ বছর বয়সী ইকবাল খান খরগোন এলাকার বাসিন্দা। তিনি নর্দমার জলে ফল ধুয়ে তা বিক্রি করেন।

ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার ইকবাল

Advertisements

নর্দমার জলে ইকবালের ফল ধোয়ার ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ইকবালকে আটক করে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ইকবালের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৭১ ধারায় অভিযোগ দায়ের করে তাঁকে প্রথমে এসডিএমের কাছে পেশ করে জেলে পাঠিয়ে দেওয়া হয়।

থানা-প্রধান বিক্রম সিং বলেন, “এটা গুরুতর অপরাধ। কেননা, মানুষের স্বাস্থ্যের সঙ্গে আপোষ করেছেন ওই ব্যাবসায়ী”। খাদ্য আধিকারিক প্রেমলতা ভম্বর জানিয়েছেন, নর্দমার জলে অ্যানিমিয়া সহ অন্যান্য অসংখ্য ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে। এই জলে ধোয়া ফল খেলে আমাশয়, বমির পাশাপাশি গুরুতর রোগে আক্রান্ত হবেন মানুষ। তিনি জানান, ইকবালের কাছে ফল বিক্রির (Fruit Seller) লাইসেন্সও ছিল না। এই নিরিখে তার উপর পৃথক তদন্ত করা হবে।