Tuesday, November 25, 2025
HomeBharatManupur Violence: চলছে গুলি, তীব্র আতঙ্ক বিজেপি শাসিত মণিপুরের রাজধানী শহরে

Manupur Violence: চলছে গুলি, তীব্র আতঙ্ক বিজেপি শাসিত মণিপুরের রাজধানী শহরে

মণিপুরে ফের গোষ্ঠী সংঘর্ষ শুরু। রবিবার ( ১ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে দফায় দফায় গুলি চলছে বিজেপি শাসিত রাজ্যটির রাজধানী ইম্ফল সংলগ্ন এলাকায়। তীব্র আতঙ্ক ছডিয়েছে। মণিপুর শান্ত বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী। তবে বারবার সংঘর্ষের (Manipur Violence) জেরে তাঁর দাবি হাস্যকর বলেই মণিপুরবাসীর কটাক্ষ। গত এক বছরের বেশি সময় ধরে কুকি ও মেইতেই গোষ্ঠীর সংঘর্ষে মণিপুর রক্তাক্ত। নিহতের সংখ্যা বহু। 

- Advertisement -
Advertisements

দলের আত্মসমালোচনার সুর তুলে বিরোধীদের ‘কুরাজনীতি’ নিয়ে সরব কুণাল

- Advertisement -
   

রবিবার নতুন করে সংঘর্ষ ছড়ায় ইম্ফল পশ্চিম জেলার অন্তর্গত কাংচুপ অঞ্চলের কাউতরুকে। সূত্র অনুসারে, সন্দেহভাজন কুকি জঙ্গিরা দুপুর দুটোর সময় আক্রমণ শুরু করে। তারা ইম্ফল পশ্চিম জেলায় লাগাতার গুলি চালায়। হামলায় একজন অসামরিক নাগরিক নিহত এবং অন্য একজন আহত।

শিবাজি মূর্তি কাণ্ডে উত্তাল মহারাষ্ট্র, শিন্ডেকে ‘চপ্পল মেরে’ তাড়াতে পথে উদ্বব-শরদ

Advertisements

নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হামলাকারীদের গুলি বিনিময় চলছে বলে জানা গেছে। গুলিতে ২ পুলিশকর্মী আহত হয়েছেন। আহত কর্মীদের চিকিৎসার জন্য ইম্ফলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের নাম সুরবালা এনগাংবাম (৩১)। তার ১২ বছরের সন্তান গুলিবিদ্ধ। তার চিকিৎসা চলছে আঞ্চলিক ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ল্যামফেলে।

বছরে পথ দুর্ঘটনায় প্রাণ হারান দেড় লক্ষ মানুষ, সমাধান দিলেন নীতিন গডকরি

শনিবার মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের একটি অডিও ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ল মণিপুরে। কুকি সম্প্রদায়ের অভিযোগ, মুখ্যমন্ত্রী অশালীন কটাক্ষ করেছেন। তিনি রাজ্যে সাম্প্রদায়িক জাতি বিভাজন করেছেন।সেই কারণে বারবার মণিপুর রক্তাক্ত।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর

জনপ্রিয় সংবাদ