French Minister: ভারতের জন্য আরও বেশি রাফাল সরবরাহ করতে প্রস্তুত ফ্রান্স

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: ভারতের যদি প্রয়োজন থাকে তবে ফ্রান্স (France) তাদের আরও বেশি করে রাফাল যুদ্ধবিমান সরবরাহ করতে প্রস্তুত আছে। শুক্রবার এই মন্তব্য করেছেন ফরাসি…

Rafale jets French Minister

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: ভারতের যদি প্রয়োজন থাকে তবে ফ্রান্স (France) তাদের আরও বেশি করে রাফাল যুদ্ধবিমান সরবরাহ করতে প্রস্তুত আছে। শুক্রবার এই মন্তব্য করেছেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে (Florence Parle)।

ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী এদিন ভারত ও ফ্রান্সের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার কথাও বলেন। উল্লেখ্য, ভারত-ফ্রান্স প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনায় যোগ দিতে দিল্লিতে (Delhi) এসেছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে।

উল্লেখ্য, মোদী সরকারের (modi government) রাফাল যুদ্ধবিমান কেনার বিষয়টি অবশ্য প্রথম থেকেই বিতর্কিত। কংগ্রেস-সহ সব বিরোধী দলের অভিযোগ, রাফাল চুক্তির ক্ষেত্রে বড় মাপের আর্থিক কেলেঙ্কারি করেছেন নরেন্দ্র মোদী সরকার। ২০১৯-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস-সহ বিরোধীরা রাফাল নিয়ে মোদী সরকারকে প্রতিটি জনসভাতেই আক্রমণ করে গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত বিরোধীদের সেই কৌশল কোনও কাজে লাগেনি।

বিতর্কিত এই ঘটনার মধ্যেই ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স বলেছেন, ভারতের যদি আরও যুদ্ধাস্ত্রের চাহিদা থাকে সেক্ষেত্রে আমরা ভারত সরকারকে সব ধরনের সাহায্য করব। আমরা জানি, ভারতের একটি এয়ারক্রাফট ক্যারিয়ার দরকার আছে। খুব শীঘ্রই আমরা ভারতকে এয়ারক্রাফট ক্যারিয়ার সরবরাহ করব। ভারতের জন্য সব সময় আমাদের দরজা খোলা আছে। ভারত যদি নিজেদের প্রতিরক্ষা ও দেশের সুরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করার সিদ্ধান্ত নেয় তবে আমরা ভারতকে সব ধরনের সহযোগিতা করব। ভারত যদি আরও বেশি রাফাল কিনতে চায় তবে আমরা তা সরবরাহ করতে প্রস্তুত আছি।

ফ্লোরেন্স এদিন আরও জানান, শীঘ্রই মধ্যেই ভারতীয় নৌসেনার হাতে আসতে চলেছে এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত। স্বাভাবিকভাবেই ভারতের আরও যুদ্ধবিমান লাগবে। ভারতের নতুন এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য কমপক্ষে আরও ৫৭টি যুদ্ধবিমান প্রয়োজন। সেই সমস্ত যুদ্ধ বিমানের মধ্যে রাফাল অন্যতম। ফ্লোরেন্স দাবি করেন, ইতিমধ্যেই তাঁদের সরবরাহ করা রাফাল যুদ্ধবিমানের কার্যকারিতা নিয়ে ভারতীয় সেনারা সন্তুষ্ট। উল্লেখ্য, ২০১৬ সালে ৩৬টি রাফাল কেনার জন্য ভারত ও ফ্রান্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। যার মধ্যে ইতিমধ্যেই ৩০টি রাফাল দেশে চলে এসেছে। বাকিগুলি মার্চ মাসের আগেই চলে আসবে বলে জানিয়েছেন ফ্লোরেন্স।