দেশে ফের এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল। এক ধাক্কায় মৃত্যু হল অনেকের। আস্ত একটা বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু হল অনেকের। জানা গিয়েছে, কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে একটি বাড়ির দেওয়াল ভেঙে ৪ জনের মৃত্যু হয়েছে।
ঘটনা প্রসঙ্গে দক্ষিণ কন্নড়ের ডেপুটি কমিশনার মুল্লাই মুহিলান জানিয়েছেন, মেঙ্গালুরুর উপকণ্ঠে মাদানি নগরায় বাড়ির পাঁচিল ধসে চারজনের মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের নাম হল ইয়াসির, মরিয়ম্মা এবং তাঁদের দুই সন্তান রিয়ানা ও রিফানা। কর্ণাটকের জায়গায় জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে। এদিকে ভারী বৃষ্টির কারণে এহেন দেওয়াল ভেঙে পড়ার ঘটনা ঘটেছে বলে মনে করছেন আধিকারিকরা।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে সহায়তা করে। মঙ্গলবার রাত থেকে এই অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, যা ধসে পড়ার কারণ হতে পারে। আবহাওয়া বিভাগ (আইএমডি) দক্ষিণ কন্নড় জেলায় ভারী বৃষ্টির জন্য ২৭ জুন পর্যন্ত কমলা সতর্কতা জারি করেছে।
এর আগে একদম এরকমই ঘটনা ঘটেছিল মুম্বাইয়ে। সেইসময়ে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) জানিয়েছিল, গত ১৪ জুন মুম্বাইয়ের বিজয় নগর এলাকায় একটি বাড়ির একাংশ ধসে দু’জনের মৃত্যু হয়।
#WATCH | Mangaluru, Karnataka: Four people died when the retaining wall collapsed on the house at Madani Nagara, outskirts of Mangaluru. https://t.co/Icm8VPxj4w pic.twitter.com/b0EPEbuf9r
— ANI (@ANI) June 26, 2024