সাত সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৪

শুক্রবার সাত সকালে রাজ্যে ফের এক ভয়ানক দুর্ঘটনা (Accident) ঘটে গেল। মৃত্যু হল বহু মানুষের। জানা গিয়েছে, হিমাচল ট্রান্সপোর্ট কর্পোরেশনের (এইচআরসি) জুব্বল তহসিলের কুড্ডু থেকে…

শুক্রবার সাত সকালে রাজ্যে ফের এক ভয়ানক দুর্ঘটনা (Accident) ঘটে গেল। মৃত্যু হল বহু মানুষের। জানা গিয়েছে, হিমাচল ট্রান্সপোর্ট কর্পোরেশনের (এইচআরসি) জুব্বল তহসিলের কুড্ডু থেকে গিলতাদিগামী একটি বাস দুর্ঘটনায় চালক, কন্ডাক্টর সহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ প্রশাসন এবং সমগ্র মামলার তদন্ত শুরু করা হয়েছে।

জানা গিয়েছে, পরিবহণ নিগমের বাসটি সকাল ৬টা নাগাদ কুড্ডু থেকে গিলতাদি গ্রামের উদ্দেশে রওনা দেয়। বাসটিতে চালক-কন্ডাক্টরসহ সাতজন ছিলেন। এদিকে প্রায় চার কিলোমিটার যায়ার পর বাসটি আচমকা পাহাড়ের গা বেয়ে রাস্তা বেয়ে নেমে নিচের রাস্তায় গড়িয়ে পড়ে যায়।

   

এ ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এরপর হাসপাতালে আনার আগেই আরও দুজনের মৃত্যু হয়। এদিকে তিনজনকে চিকিৎসার জন্য রোহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের মধ্যে চালক ও কন্ডাক্টর রয়েছেন বলে জানা গেছে। এসডিএম রোহরু ঘটনাস্থলে পৌঁছন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এসডিএম জুব্বাল রাজীব শঙ্খয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।