Naxal Killed: ভোটের মুখে জঙ্গলে এনকাউন্টার, খতম ৪ নকশাল

লোকসভা ভোটের মুখে নতুন করে বড় সাফল্য পেলেন নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে, আজ মঙ্গলবার ছত্তিশগড়ের বিজাপুরে পুলিশ বাহিনী ও নকশালদের (Naxal Killed) মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়। জানা গিয়েছে, এই এনকাউন্টারে ঘটনাস্থলেই চার নকশাল নিহত হয়েছে।

জানা গিয়েছে, গঙ্গালুর থানার অন্তর্গত কোরচোলির জঙ্গলে এখনও এনকাউন্টার চলছে। মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নিয়ে নিরাপত্তা বাহিনী বস্তার অঞ্চলের সাতটি জেলায় একটি বড় অভিযান শুরু করে। মৃত নকশাল নেতাদের কাছ থেকে বিপুল পরিমানে অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। বিজাপুরের গঙ্গালুর এলাকায় বস্তার ফাইটার্স কোবরা ব্যাটেলিয়ন ও সিআরপিএফের যৌথ অভিযান চলছে। নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে সশস্ত্র লড়াই চলছে। উভয় পক্ষই গুলি বিনিময় করছে এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে।

   

উল্লেখ্য, গত মাসে লোকসভা নির্বাচনের আগে মহারাষ্ট্র-ছত্তিশগড় সীমান্তের একটি গ্রামে মাওবাদী শিবিরের পর্দাফাঁস করে গড়চিরোলি পুলিশ। গাডচিরোলির এসপি নীলোৎপাল বলেন, “একটি বিশ্বাসযোগ্য গোয়েন্দা রিপোর্ট পাওয়া গেছে যে ছত্তিশগড়ের কাসানসুর চটগাঁও ডালাম এবং আউন্ধি দালামের কিছু সশস্ত্র ক্যাডার আসন্ন লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ছত্তিশগড়ের মোলা মানপুর জেলার চুতিনটোলা গ্রামের কাছে (এসপিএস পেন্ধারি থেকে ১২ কিলোমিটার পূর্বে) মহারাষ্ট্র-ছত্তিশগড় সীমান্তে শিবির স্থাপন করছে।” 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন