HomeBharatসুভাষের চিতাভস্ম ফিরিয়ে ডিএনএ টেস্টের দাবি, মিলছে না মোদীর সাড়া

সুভাষের চিতাভস্ম ফিরিয়ে ডিএনএ টেস্টের দাবি, মিলছে না মোদীর সাড়া

- Advertisement -

সাংসদ পদ ছাড়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লিখেছিলেন প্রাক্তণ তৃণমূল সাংসদ জহর সরকার। বিষয়বস্তু আর কেউ নন নেতাজি সুভাষচন্দ্র বোস (Netaji Subhash Chandra Bose)। জাপানের রেনকোজি মন্দির থেকে নেতাজির ছাই ফিরিয়ে এনে ডিএনএ পরীক্ষার দাবি তুলেছিলেন প্রাক্তণ সাংসদ। কিন্তু বারবার চিঠি পাঠিয়েও কোনও সাড়া পাননি তিনি। এমনই অভিযোগ তুললেন সদ্য প্রাক্তন সাংসদ জহর সরকার। 

Asian Index group report: জাপানকে টেক্কা দিয়ে বিশ্বে তৃতীয় শক্তিশালী দেশ ভারত, নয়া রিপোর্টে চাঞ্চল্য

   

তাঁর অভিযোগ, অতীতে ১২ বার বিদেশমন্ত্রক ও স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠিয়েছিলাম। কিন্তু এই বিষয়ে কোনও সদুত্তর পাইনি। তা নিয়ে আক্ষেপ ঝরে পড়েছে প্রাক্তন সাংসদের গলায়। তিনি বলেন, এইভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরকারের ঔদাসীন্যতা একেবারেই কাম্য নয়। একটা সরকার এরকম করে কীভাবে চলতে পারে, প্রশ্ন তুলেছেন তিনি। প্রথমে এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকেই চিঠি দিয়েছিলেন তিনি। তারপর সেখান থেকে বিদেশমন্ত্রকের বিষয়ে বলে স্পষ্ট জানানো হয়। পরে বিদেশমন্ত্রকে চিঠি দিলে বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রকের বলে দাবি করা হয়। বিদেশমন্ত্রক থেকে স্পষ্ট বলা হয়েছে, এই বিষয়ে আমাদের মন্ত্রকের কোনও তথ্যই দেওয়ার নেই। আবারও জানাচ্ছি, এই বিষয়টি অতীতে কেন্দ্রীয়স্বরাষ্ট্র মন্ত্রকই সামলেছে। এমনকি, তা সংসদে এলেও। 

জটিলতা কাটাতে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে আগ্রহী জুনিয়র চিকিৎসকেরা

এরপরে বাধ্য হয়ে চিঠি লেখেন জহর সরকার। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে আজাদ হিন্দ সরকার গঠন করেছিল সুভাষ চন্দ্র বোস। তৎকালীন বার্মা সহ দঃপূর্ব এশিয়ার একাধিক দেশে সামরিক প্রস্তুতি নিয়েছিল নেতাজির আজাদ হিন্দ ফৌজ। কিন্তু ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা-নাগাসাকিতে পরমানু বোমা বিস্ফোরণের পর মিত্র শক্তির কাছে আত্মসমর্পন করে জাপান। তারপরই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই কঠিন হয়ে দাঁড়িয়েছিল আজাদ হিন্দ ফৌজের পক্ষে। 

বাংলাদেশে বিপুল বিনিয়োগ প্রতিযোগিতা আমেরিকা-চিনের, রাষ্ট্রসংঘে ইউনূস ম্যাজিক!

ইতিহাসে ‘বিতর্কিত’ অধ্যায় এটাই বলা হয়েছে সেই সময় তৎকালীন ফরমোজা দ্বীপ থেকে বিমানে করে জাপানে যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়ে নেতাজির। তাঁর চিতাভস্ম সংরক্ষিত রয়েছে জাপানের রেনকোজি মন্দিরে। তবে সেই চিতাভস্ম নিয়ে বিতর্ক কম নেই। অনেকের মতে ওই চিতাভস্মটি নেতাজির নয়, আসলে এক জাপানী সৈনিকের। তবে মতান্তর নিয়ে দীর্ঘদিন ধরেই এই বিতর্ক ভারতীয় রাজনীতিকে প্রভাবিত করেছে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular