BJP: রাজ্যে খেলা শুরু বিজেপির, মন্ত্রী হিসেবে শপথ নিলেন দুই হেভিওয়েট

ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিলেন তিপ্রা মোথার বর্ষীয়ান নেতা অনিমেষ দেববর্মা। ইস্তফা দেওয়ার পর তিনি এবং দলের আরেক বিধায়ক বৃষকেতু দেববর্মা (Animesh…

ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিলেন তিপ্রা মোথার বর্ষীয়ান নেতা অনিমেষ দেববর্মা। ইস্তফা দেওয়ার পর তিনি এবং দলের আরেক বিধায়ক বৃষকেতু দেববর্মা (Animesh Debbarma) উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে বিজেপি (BJP) নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেন। রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল নাল্লু ইন্দ্রসেন রেড্ডি।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে অনিমেষ দেববর্মা বলেন, ‘৬০ সদস্যের বিধানসভায় তিপ্রা মোথার ১৩ জন বিধায়ক রয়েছেন। তিনি বিজেপির সহযোগী হিসাবে সরকারে যোগ দেবেন এবং তাকে দুটি মন্ত্রিত্বের পদ বরাদ্দ করা হবে। মঙ্গলবার রাজ্যের আদিবাসীদের সমস্যার স্থায়ী সমাধানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে তিপ্রা মোথা, কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।

   

এই মুহূর্তে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা-সহ ৯ জন মন্ত্রী রয়েছেন। নিয়ম অনুযায়ী, মুখ্যমন্ত্রীর সঙ্গে মোট ১২ জন মন্ত্রী থাকতে পারেন। ইস্তফা দেওয়ার পর রাজভবনে শপথ নিতে যান অনিমেষ দেববর্মা। টিপ্রা মোথার প্রধান পাদিয়োত দেববর্মা, যিনি বর্তমানে রাজ্যের বাইরে রয়েছেন, তিনি শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন।