সদ্য হারিয়েছেন মুখ্যমন্ত্রীর গদি। এরপরই পড়ে গিয়ে পেলেন গুরুতর চোট। গতকাল গভীর রাতে হায়দরাবাদের একটি হাসপাতালে ভরতি করা হয় তেলাঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে(KCR)। প্রাক্তন মুখ্যমন্ত্রীর খবরে মর্মাহত প্রধানমন্ত্রী ।দ্রুত আরোগ্যও কামনা করেছেন নরেন্দ্র মোদী।
জানা যায়, গতরাতে নিজের বাড়িতে পড়ে গিয়েছিলেন কে চন্দ্রশেখর রাও। এরপর রাত প্রায় ২টো নাগাদ হায়দরাবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সেখানেই ভরতি করা হয় তাঁকে। চিকিৎসকরা আশঙ্কা করছেন, ৬৯ বছর বয়সি কেসিআর-এর নিতম্বের হাড়ে চিড় ধরে থাকতে পারে। এই আবহে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক পরীক্ষা চলছে।
এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স হ্যান্ডেল থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করেন। এই খবরে তিনি মর্মাহত তাও উল্লেখ করেন।
Distressed to know that former Telangana CM Shri KCR Garu has suffered an injury. I pray for his speedy recovery and good health.
— Narendra Modi (@narendramodi) December 8, 2023
জানা গিয়েছে, নির্বাচনে হারের পর থেকেই নিজের বাড়িতে সারাদিন ধরেই বিভিন্ন মানুষজনের সঙ্গে দেখা করছেন। ২০১৪ সালে নয়া রাজ্য গঠনের পর প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন কে চন্দ্রশেখর রাও। ২০২৩ সাল পর্যন্ত টানা ৯ বছরে দু’বার তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী থেকেছেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কাছে হারতে হয়েছে তাঁকে। আর ভোটে হারার কয়েকদিন পরই চোট পেয়ে হাসপাতালে ভরতি হতে হল তাঁকে।
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে দু’টি আসন থেকে লড়েছিলেন কে চন্দ্রশেখর রাও। গজেওয়াল আসন থেকে তিনি জিতেছেন এবারে। অপরদিকে কামারেড্ডি আসন থেকে হারতে হয়েছে কেসিআর-কে।