গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নবীন পট্টনায়ক

Naveen Patnaik

অসুস্থ ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Naveen Patnaik)। অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা যাচ্ছে, রবিবার বিকেল ৫:১৫ নাগাদ তাঁকে ভুবনেশ্বরের এসইউএম আল্টিমেট মেডিকেয়ারে ভর্তি করা হয়। ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন বিজেডি প্রধান। হাসপাতালের তরফে জানানো হয়েছে পট্টনায়ক চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি।

ঠিক কী হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর?
রবিবার (১৭ আগস্ট) ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেডি সভাপতি নবীন পট্টনায়েক অস্বস্তি বোধ করেন। এরপর তিনি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের ভর্তি হওয়ার আগে তাঁর বাসভবন নবীন নিবাস-এ যান চিকিৎসকেরা। তাঁকে পরীক্ষা করেন। এরপর তাঁকে আরও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজেডির একজন প্রবীণ নেতা জানিয়েছেন, হাসপাতাল শীঘ্রই একটি স্বাস্থ্য বুলেটিন জারি করবে বলে আশা করা হচ্ছে।

   

৭৮ বছর বয়সী এই নেতা সম্প্রতি মুম্বইয়ে সার্ভিকাল আর্থ্রাইটিসের জন্য মেরুদণ্ডের অস্ত্রোপচার করিয়েছিলেন এবং ১২ জুলাই ওড়িশায় ফিরে আসেন। ২২ জুন সফল অস্ত্রোপচারের পর ৭ জুলাই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

মেরুদণ্ডের অস্ত্রোপচারের পর আনুষ্ঠানিক অভ্যর্থনা
এর আগে, মুম্বইতে ২১ দিন চিকিৎসা শেষে ভুবনেশ্বরে ফিরে আসার পর পট্টনায়েককে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানানো হয়। ১২ জুলাই তার বিশেষ বিমানটি বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, যেখানে হাজার হাজার বিজেডি সমর্থক রাস্তায় সারিবদ্ধ হয়ে পতাকা উড়িয়ে এবং “জয় জগন্নাথ” স্লোগান দিয়ে তাদের নেতাকে স্বাগত জানায়।

ওড়িশা বিধানসভায় বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালনকারী পট্টনায়েক নবীন নিবাসে যাওয়ার সময় সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়িয়েছিলেন। তাঁর অনুপস্থিতিতে, সহ-সভাপতি দেবী প্রসাদ মিশ্রের নেতৃত্বে ১৫ সদস্যের বিজেডি কমিটি রাজ্যে দলের কার্যক্রম পরিচালনা করেছিল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন