লোকসভা ভোট মিটতে না মিটতেই ফের ঘর ভাঙল বিজেপির। এবার গেরুয়া শিবির ছেড়ে কংগ্রেসে (Congress) নাম লেখালেন হেভিওয়েট। আর মাত্র কয়েকদিন পরেই হরিয়ানায় বিধানসভা ভোট রয়েছে। আর ভোট আসবে অথচ দলবদলের খেলা হবে না তা তো হতেই পারে না। এবারও তার ব্যতিক্রম হল না।
হরিয়ানায় বিধানসভা নির্বাচন হওয়ার সঙ্গে সঙ্গে নেতা বদলের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। এবার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন বিজেপি নেতা মহেশ দায়মা (Mahesh Dayma)। আজ শনিবার দিল্লিতে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডার উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন মহেশ দায়মা।
কংগ্রেসে যোগ দেওয়ার পর নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন মহেশ দায়মা। তিনি জানান, ‘ভূপিন্দর সিং হুডা তাঁর ১০ বছরের শাসনকালে গুরুগ্রাম তথা গোটা হরিয়ানা রাজ্যের উন্নতির জন্য অনেক কাজ করেছেন, আর এটাই আমাকে আকৃষ্ট করেছে। ভূপিন্দর সিং হুডার তৎকালীন সরকার গুরুগ্রামে অনেক প্রকল্প লাগু করেছিল। এ কারণে মানুষ আবার কংগ্রেস সরকারকে আনতে চাইছে। তাদের নীতি দেখে আমার মনে হচ্ছে আজ তারা হরিয়ানায় সরকার গঠন করতে চলেছে।’
ভোটে প্রতিদ্বন্দ্বিতা নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন মহেশ দায়মা। তিনি বলেন, “বিধানসভা নির্বাচন আসন্ন, তাই আমরাও সেই যজ্ঞে বলিদান দিতে চাই। আমাকে যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার নির্দেশ দেওয়া হয়, তাহলে আমি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করব।” কেন বিজেপি ছাড়লেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘দলের সঙ্গে কোনো কথা নেই। দলের কী সিদ্ধান্ত হবে তা দেখার বিষয়।”
তিনি বলেন, ‘প্রত্যেক কর্মীরই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আছে, তবে দলের যা বলবে আমরা তাই করব। আজ আমি খুব ভাল ভাবে কংগ্রেসে যোগ দিলাম। আমি এলাকার মানুষকে বলতে চাই যে গুরুগ্রাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। যে কোনো সরকার সমাজের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য গঠিত হয়।’
উল্লেখ্য, হরিয়ানায় বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। ১ অক্টোবর এক ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ৪ অক্টোবর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
#WATCH | Mahesh Dayma joined Congress in the presence of former Haryana CM and Congress leader Bhupinder Singh Hooda, in Delhi pic.twitter.com/AtbFy1hMOk
— ANI (@ANI) August 24, 2024