Telengana: ভেঙে পড়ল বিমান, মর্মান্তিক মৃত্যু ১ জনের

চাঞ্চল্যকর দুর্ঘটনা ঘটল তেলেঙ্গানায় (Telengana)। জানা গিয়েছে, শনিবার তেলাঙ্গানার নালগোন্ডায় ভেঙে পড়ে একটি বিমান (Flight)। তামিলনাড়ুর বাসিন্দা ২৮ বছর বয়সী জি মহিমা নামে ওই প্রশিক্ষণার্থী পাইলট এই দুর্ঘটনায় মারা গিয়েছেন বলে খবর।

জানা গিয়েছে, বিমানটি – একটি ফ্লাইটেক এভিয়েশন সিএসনা ১৫২ – অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার মাচারলা থেকে উড়েছিল। অনুমান করা হচ্ছে, মাটিতে আছড়ে পড়ার আগে সেটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। এটি অন্ধ্র প্রদেশ-তেলঙ্গানা সীমান্ত অতিক্রম করছিল এবং তেলঙ্গানার নালগোন্ডা জেলার তুঙ্গাতুরি গ্রামের একটি কৃষিক্ষেত্রে ভেঙে পড়ে। এদিকে আওয়াজ হওয়ার ফলে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

   

বিমানটি ফ্লাইটেক এভিয়েশন একাডেমী নামে একটি বেসরকারী এভিয়েশন একাডেমির অন্তর্গত ছিল। নিহত জি মহিমা ইনস্টিটিউটে একটি বাণিজ্যিক পাইলট কোর্স করছিলেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন