Bihar: প্রয়াত সুশান্ত সিংয়ের, ৫ আত্মীয় দুর্ঘটনায় শেষ হয়ে গেলেন, বাড়ছে বিতর্ক

News Desk: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিতর্কিত মৃত্যুতে দেশ তোলপাড় হয়েছে। বিতর্ক কাটেনি। এর মাঝেই প্রয়াত অভিনেতার ৫ আত্মীয়ের দুর্ঘটনায় মৃত্যু হল। মঙ্গলবার বিহারের লক্ষ্মীসরাই…

accident

short-samachar

News Desk: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিতর্কিত মৃত্যুতে দেশ তোলপাড় হয়েছে। বিতর্ক কাটেনি। এর মাঝেই প্রয়াত অভিনেতার ৫ আত্মীয়ের দুর্ঘটনায় মৃত্যু হল। মঙ্গলবার বিহারের লক্ষ্মীসরাই জেলায় এই ঘটনা ঘটেছে। একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তাঁরা।

   

লক্ষ্মীসরাই জেলা পুলিশ জানাচ্ছে, দুর্ঘটনায় মোট মৃত ৬ জন। এদের মধ্যে ৫ জনই সুশান্ত সিং রাজপুতের আত্মীয়। তাঁদের টাটা সুমো চালকেরও মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ৪ জন। মৃতরা সবাই প্রয়াত সুশান্ত সিং রাজপুতের ঘনিষ্ঠ আত্মীয়। ফলে এই দুর্ঘটনা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

মঙ্গলবার ভোরে লক্ষ্মীসরাই জেলার হালসি থানার পিপরা গাঁওয়ের কাছে দুর্ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে আহতদের হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সবাই। টাটা সুমোতে মোট ১৫ জন ছিলেন।

২০২০ সালে ১৪ জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আস্বাভাবিক মৃত্যুর পর থেকে বলিউড তোলপাড় হয়েছে। সুশান্তের মৃত্যু নিয়ে বিতর্ক ছড়ায় দেশজুড়ে। বিহারের বাসিন্দা সুশান্ত সিং রাজপুত বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তিনি সামাজিক কাজের জন্য বিশেষ পরিচিত ছিলেন।