বায়ুদূষণে প্রথম, তার মধ্যেই ম্যারাথন! বিষাক্ত বাতাসে দৌড়াল দিল্লি

নয়াদিল্লি: বায়ুদূষণের দৌড়ে AQI ৪০০ ছাড়িয়ে রেকর্ড গড়েছে রাজধানী। সেই বিষাক্ত বাতাসেই ‘স্বাস্থ্য’ ভালো রাখতে অনুষ্ঠিত হল ম্যারাথন (Marathon)! ছুটির দিন রবিবারে ভারতীয় বায়ুসেনা (IAF) কর্তৃক ম্যারাথন এবং সাইকেল চালানো প্রতিযোগিতার আয়োজন করা হয়। জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠানের পতাকা উত্তোলন অনুষ্ঠানে দেখা যায় হুমা কুরেশি, অর্চনা পুরন সিং, সুনীল গ্রোভারের মত শিল্পীদের।

Advertisements

বিষাক্ত বাতাসে দিল্লিকে দৌড় করানো নিয়ে নেটিজেনদের তীব্র আক্রমণ, সমালোচনার মুখে পড়েছেন তাঁরা। একজন সমাজমাধ্যমে পোস্ট করেন, “৪০০ AQI-তে ম্যারাথন! অন্তত বিশ্বে আমাদের দেশের ভাবমূর্তি নিয়ে একটু চিন্তা করুন। এই ধরনের স্টান্ট করা কারও জন্যই উচিৎ নয়। এই ধরণের ঘটনায় প্রশয় দিচ্ছে কারা? আমাদের বিবেক কোথায় গিয়ে দাঁড়িয়েছে?”

   

পাশাপাশি একজন ম্যারাথন রানার লেখেন, “একজন ম্যারাথন রানার হিসেবে, আমি একমত যে এটি বিপজ্জনক এবং বর্তমানে দিল্লি এনসিআর-এ বাইরে দৌড়ানো ঠিক নয়। এই সবচেয়ে খারাপ AQI-তে দৌড়ানোর তাৎক্ষণিক প্রভাব হবে ঠান্ডা, কাশি এবং জ্বর।”

বলা বাহুল্য, দীপাবলি এবং দিল্লির পার্শ্ববর্তী এলাকায় বিচারি পোড়ান, গাড়ির দূষণের জেরে শীতের শুরুতেই মাত্রাছাড়া দূষণের (Air Pollution) সম্মুখীন রাজধানী দিল্লি। ধোঁয়াশায় ঢেকে গিয়েছে আকাশ। এই পরিস্থিতিতে অনেকেই শ্বাসকষ্ট, চোখ জ্বালা, মাথা যন্ত্রণার মত সমস্যায় ভুগছেন। চিকিৎসকেরা দিল্লিবাসিকে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন।

আর এই পরিস্থিতিতে ম্যারাথন, সাইকেল চালানোর মত অনুষ্ঠান, স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো নয় বলে মত অনেকের। এক নেটিজেন অবশ্য ছুটির দিনের এই ম্যারাথনে মানুষের উপচে পড়া ভিড় দেখে কটাক্ষ করে লেখেন, “মানুষই যদি নিজের ভালো না বোঝেন, তাহলে সরকারকে দোষ দিয়ে কি লাভ?” “এই বিষাক্ত বাতাসে ম্যারাথন দৌড় আত্মহত্যার স্বরূপ”, বলে মন্তব্য করেন তিনি।

Advertisements

শুধু IAF নয়, দিল্লিজুড়ে সপ্তাহান্তে একাধিক দৌড় প্রতিযোগিতা আয়োজিত হয়

শুধুমাত্র ভারতীয় বায়ুসেনা নয়, ২০২৫ সালের ‘সতর্কতা সচেতনতা সপ্তাহের’ আওতায় দ্বারকায় পিএনবি (PNB) প্রধান কার্যালয় এবং ‘ফিট ইন্ডিয়া সানডে অন সাইকেল’ নামক আরও একটি অনুষ্ঠান হয়, যা কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক চালু করা একটি দেশব্যাপী ফিটনেস উদ্যোগ। এর অধীনে নাগরিকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য এবং পরিবহনের একটি টেকসই রূপ হিসেবে প্রতি রবিবার সাইকেল চালানোর জন্য মানুষকে উৎসাহিত করা হয়।

দিল্লিতে রেকর্ড ভাঙা দূষণ

রবিবার রাজধানীর বায়ু দূষণের মান ছিল ‘খুব খারাপ’। এদিন সতেরোটি পর্যবেক্ষণ কেন্দ্রে ৪০০-এর উপরে রিডিং-এ বায়ুর মান ‘গুরুতর’ বলে রেকর্ড করা হয়েছে। উজিরপুরে সর্বোচ্চ AQI ৪৩৯ রেকর্ড করা হয়েছে বিশেষজ্ঞদের মতে, ৪ নভেম্বর পর্যন্ত বায়ুর মান ‘খুব খারাপ’ বিভাগে থাকার সম্ভাবনা রয়েছে।