Delhi: ফের গুলির শব্দে কাঁপল আদালত, আহত একাধিক

আবারও দিল্লির (Delhi) রোহিনী কোর্ট চত্ত্বর কেঁপে উঠল গুলির শব্দে। জানা গিয়েছে, শুক্রবার গেট থেকে জোর করে আদালতে ঢোকার চেষ্টা করছিলেন এক ব্যক্তি। সেইসময়ে সময়…

Delhi: ফের গুলির শব্দে কাঁপল আদালত, আহত একাধিক

আবারও দিল্লির (Delhi) রোহিনী কোর্ট চত্ত্বর কেঁপে উঠল গুলির শব্দে। জানা গিয়েছে, শুক্রবার গেট থেকে জোর করে আদালতে ঢোকার চেষ্টা করছিলেন এক ব্যক্তি। সেইসময়ে সময় নিরাপত্তায় থাকা এক জওয়ানের সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি বেঁধে যায়। এরপর ওই জওয়ান গুলি চালিয়ে দেন।

শেষ পাওয়া খবর অনুযায়ী, এই গুলিতে দুজন আহত হয়েছেন। এহেন আকস্মিক ঘটনায় আদালত চত্ত্বরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে বলে খবর।

একজন উচ্চ পদস্থ পুলিশ অফিসার জানান, দুই আইনজীবীর মক্কেলদের মধ্যে মারামারি হয়। আইনজীবী সঞ্জীব চৌধুরী, ঋষি চোপড়া এবং একজন পাবলিক পার্সন রোহিত বেরির মধ্যে বাক বিতণ্ডা শুরু হয় এবং হাতাহাতিতে সেই ঝামেলা পৌঁছায়। নাগাল্যান্ড পুলিশের একজন কর্মী, যিনি নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন যখন তার সার্ভিস রিভলভার থেকে একটি গুলি চালানো হয়েছিল।

Advertisements

উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে দিল্লির রোহিনী আদালতের (Rohini Court) ভেতরে পুলিশের সঙ্গে কয়েকজন গ্যাংস্টারের খণ্ডযুদ্ধ বাঁধে। সেইসময় এই ঘটনায় তিনজন নিহত হয় ।