Delhi-Darbhanga Express: জ্বলছে দ্বারভাঙ্গা এক্সপ্রেস, ভিতর থেকে লাফ দিলেন যাত্রীরা

জ্বলছে দিল্লি থেকে দ্বারভাঙ্গাগামী এক্সপ্রেস। পুরো কামরা জুড়ে আগুন। ভয়াবহ অগ্নিকান্ড। এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ইটাওয়াতে। জ্বলন্ত দ্বারভাঙ্গা এক্সপ্রেসের যাত্রীরা জীবন বাঁচাতে ট্রেন থেকে  নিচে…

Delhi-Darbhanga Express: জ্বলছে দ্বারভাঙ্গা এক্সপ্রেস, ভিতর থেকে লাফ দিলেন যাত্রীরা

জ্বলছে দিল্লি থেকে দ্বারভাঙ্গাগামী এক্সপ্রেস। পুরো কামরা জুড়ে আগুন। ভয়াবহ অগ্নিকান্ড। এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ইটাওয়াতে। জ্বলন্ত দ্বারভাঙ্গা এক্সপ্রেসের যাত্রীরা জীবন বাঁচাতে ট্রেন থেকে  নিচে লাফ মেরেছেন।

রেল সূত্রে খবর, তিনটি বগি পুড়ে গেছে। উত্তর প্রদেশের সারাই ভোপট রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনটি থামানো হয়েছে। 02570 নিউ দিল্লি-দারভাঙ্গা সুপারফাস্ট এক্সপ্রেসে আগুন ছড়িয়ে পড়ার সাথে সাথে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে।

   

রেল আধিকারিকরা জানান, দ্বারভাঙ্গা এক্সপ্রেস ট্রেনটি যখন সরাই ভূপত স্টেশন দিয়ে যাচ্ছিল তখন সেখানকার স্টেশন মাস্টার স্লিপার কোচে ধোঁয়া লক্ষ্য করেছিলেন। তিনি দ্রুত ট্রেনের চালক ও গার্ডকে সেকথা জানিয়ে ট্রেন থামান। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত স্লিপার কোচ থেকে যাত্রীদের নামানো হয়।

Advertisements

ঘটনাস্থল থেকে দেখা গেছে, ট্রেনের একাধিক বগি আগুনে পুড়ে যাচ্ছে। আগুনের মাত্রা এতটাই বেশি ছিল যে অনেক দূর থেকেও আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল। দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ইউপি এবং বিহারগামী ট্রেনগুলি ছট পূজার কারণে যাত্রীদের  ভিড়ে ভর্তি। ট্রেনে আগুন লাগার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন যাত্রী লাফ দিয়ে বেরিয়ে পড়েন।  ট্রেনটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল।

ঘন ঘন ট্রেন লাইনচ্যুত হয়ে বড় বড় রেল দূর্ঘটনা প্রায়ই ঘটছে দেশে। বারবার রেল যাত্রী সুরক্ষায় উঠছে গাফিলতির অভিযোগ। এদিন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার আহমেদপুর স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেসের চাকায় আগুন ধরে যায়। এই ট্রেনটি মালদা টাউন থেকে হাওড়া যাচ্ছিল। পরে আগুন নেভানো হয়। আতঙ্ক নিয়েই সফর করেন যাত্রীরা। এই দুর্ঘটনার পরপরই উত্তরপ্রদেশের ইটাওয়ায় ভয়াবহ ট্রেন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।