Odisha: ফের বালেশ্বরে ট্রেন দুর্ঘটনা

করমণ্ডল-দুর্ঘটনার রেশ কাটিয়ে উঠতে পারেনি ওড়িশা। তার মাঝেই এবার ওড়িশার বালেশ্বরে মালগাড়িতে আগুন। Advertisements রূপসা স্টেশনে স্টেশনারি সামগ্রী বোঝাই একটি ওয়াগনে আগুন লাগে।আগুন লাগার কারণ…

করমণ্ডল-দুর্ঘটনার রেশ কাটিয়ে উঠতে পারেনি ওড়িশা। তার মাঝেই এবার ওড়িশার বালেশ্বরে মালগাড়িতে আগুন।

Advertisements

রূপসা স্টেশনে স্টেশনারি সামগ্রী বোঝাই একটি ওয়াগনে আগুন লাগে।আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

   

প্রাথমিক খবর অনুযায়ী, শুক্রবার রাত থেকেই ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। যাইহোক, বেলা নামার সাথে সাথে কিছু লোক লক্ষ্য করেন যে একটি ওয়াগন থেকে ধোঁয়া বের হচ্ছে।

খবর পেয়ে বালাসোর থেকে দমকলকর্মীরা রূপসা স্টেশনে পৌঁছে আগুন নেভাতে অভিযান শুরু করে। উল্লেখ্য, শুক্রবার রাতে বালুগাঁও রেলস্টেশনে কয়লা বোঝাই একটি পণ্যবাহী ট্রেনে একই ধরনের আগুন লেগেছিল।