এইমসের মা–শিশু ব্লকে অগ্নিকাণ্ড, দমকলের প্রচেষ্টায় নেভানো হয়েছে আগুন

বৃহস্পতিবার বিকেলে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (Delhi AIIMS)-এর মা ও শিশু ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নেভাতে ঘটনাস্থলে…

Delhi AIIMS

বৃহস্পতিবার বিকেলে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (Delhi AIIMS)-এর মা ও শিশু ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নেভাতে ঘটনাস্থলে ১০টি দমকলের গাড়ি পাঠানো হয়। দ্রুত পদক্ষেপের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisements

ডিএফএস কর্মকর্তার মতে, বিকেল ৫টা ১৫ মিনিট নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে দমকল বাহিনী হাসপাতালে পৌঁছে অগ্নিনির্বাপণ শুরু করে। আগুন ব্লকের ভেতর থেকেই ছড়িয়েছিল, তবে রোগী, চিকিৎসাকর্মী ও উপস্থিত অন্যদের নিরাপত্তা নিশ্চিত করে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

   

এইমস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, আগুনে কোনও আহত বা প্রাণহানির ঘটনা ঘটেনি। আক্রান্ত এলাকা থেকে রোগী ও কর্মীদের সরিয়ে নেওয়ার পাশাপাশি যেখানে সম্ভব নিয়মিত চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশগুলোর মূল্যায়ন ও মেরামতের কাজ চলছে।

উল্লেখ্য, সম্প্রতি অগ্নি নিরাপত্তা সংক্রান্ত দুর্বলতা চিহ্নিত হওয়ায় এইমসে অগ্নি নিরাপত্তা নিরীক্ষা শুরু হয়েছে। এর অংশ হিসেবে বৈদ্যুতিক স্থাপনা পরীক্ষা ও অগ্নি সরঞ্জামের নিয়মিত পরিদর্শন কার্যক্রম চালু রয়েছে।