CBI : রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে আদালতে জমা পড়ল চার্জশিট

Anil Deshmukh

 

Advertisements

অনীল দেশমুখের (Anil Deshmukh) বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। বৃহস্পতিবার মহারাষ্ট্রের প্রাক্তন এই মন্ত্রীর বিরুদ্ধে নথিপত্র ফাইল করা হয়েছে বলে জানা গিয়েছে। অনীল সহ আরও একাধিকজনের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতার অপব্যবহারের করেছেন তাঁরা। মুম্বইয়ের বিশেষ আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।

   

তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনীল দেশমুখের বিরুদ্ধে একশো কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। সেই তদন্ত চলছে। মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং এই চার্জশিট ফাইল করেছেন।

Advertisements

একদিন আগেই উল্লেখযোগ্য এক সিদ্ধান্ত নিয়েছিল মুম্বইয়ের বিশেষ আদালত। সাজাপ্রাপ্ত পুলিশ অফিসার সচিন ওয়াজদেকে সরকার পক্ষের প্রত্যক্ষদর্শী হিসেবে মান্যতা দেওয়া হয়েছে।

গত বছর নভেম্বরে ৭১ বছর বয়সী অনীল দেশমুখকে গ্রেফতার করা হয়েছিল। তিনি জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির নেতা। অনীল এবং তাঁর দুই সহকারী সঞ্জীব পালান্দে ও কুন্দন শিন্দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সিবিআই। দুর্নীতি দমন আইনের আওতায় পদক্ষেপ নিয়েছে তদন্তকারী সংস্থা। টাকা তছরুপ করার অভিযোগে অনীল দেশমুখকে বর্তমানে মুম্বইয়ের আর্থার রোড জেলে রাখা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি টাকা তছরুপ সংক্রান্ত মামলাটির তদন্ত করছে।