Election Bond : নির্বাচনী বন্ডকে বড় দুর্নীতি বলে মন্তব্য করলেন অর্থমন্ত্রীর স্বামী

finace minitser husband

নির্বাচনী বন্ডকে অসংবিধানিক বলে ব্যাখ্যা করেছে সুপ্রিম কোর্ট। এবার এই ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী পারাকালা প্রভাকর।তিনি বলেন নির্বাচনী বন্ড বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি। নির্বাচনের আগে স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামীর এই মন্তব্য স্বাভাবিকভাবেই শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। যদিও এই বিষয়ে একেবারে মুখ খোলেননি বিজেপি।

এছাড়াও প্রখ্যাত অর্থনীতিবিদ পারাকালা প্রভাকর বলেন, নির্বাচনী বন্ড খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। এমনকি এই ইস্যুতে শাসকদল বিজেপি বড় ধাক্কা খেতে চলেছে শীঘ্রই । যত দিন গড়াবে এই ইস্যু নিয়ে তত বেশি তোলপাড় হবে বলেও বিস্ফোরক মন্তব্য করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী।তাঁর কথায়, এখন সবাই বুঝতে পারছে, শুধু ভারত নয়, নির্বাচনী বন্ড বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি। আর সেই কারণেই ভোটাররা এই সরকারকে শাস্তি দেবেন বলেও চাঞ্চল্যকর মন্তব্য তার। উল্লেখ্য অর্থমন্ত্রীর স্বামীর এইরূপ মন্তব্যে অস্বস্তিতে পড়ে গেছে মোদী সরকার।

   

তথ্য অনুসারে,জানা যায় রাজনৈতিক দলগুলি পাঁচ বছরে মোট ২০,৪২১ টি নির্বাচনী বন্ড নগদ করেছে। তবে গত কয়েক বছরে সবথেকে বেশি বন্ডের দখলদারী বিজেপি। তাদেরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানতোর।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন